শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৭:৩৬ অপরাহ্ন

নবীগঞ্জে কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট শুরু

নবীগঞ্জ সংবাদদাতা
  • খবর আপডেট সময় : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ৪৭ এই পর্যন্ত দেখেছেন
নবীগঞ্জ উপজেলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে ও ক্রীড়া সংগঠক প্রয়াত আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। শনিবার (৮ ডিসেম্বর) দুপুরে নবীগঞ্জ পৌর এলাকার নবীগঞ্জ জে,কে মডেল হাই স্কুল  মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ফখরুল ইসলাম ফারুক, ওসমানীনগর উপজেলা বিএনপি সভাপতি এস টি এম ফখরউদ্দিন, চিটাগং কিংসের কর্ণধার সামির কাদের চৌধুরী,বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার খালেদ আহমেদ,  সাবেক ক্রিকেটার নাইম ইসলাম, ফার্স্ট ক্লাস ক্রিকেটার রাহাতুল ফেরদৌস জাবেদ, উপজেলা বিএনপির আহব্বায়ক সরফরাজ চৌধুরী, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন,উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মনর উদ্দিন, নবীগঞ্জ পৌর যুবদলের আহব্বায়ক মোঃ আলমগীর মিয়া, উপজেলা  বিএনপি নেতা অলিউর রহমান অলি, আয়োজক রাজু হক, তুহেল আমিন, মিটন আহমেদ, আদিল আহমেদ,তৌহিদুল ইসলাম  শয়ন, হাবিবুর  রহমান  হাবিব, নাবেদ মিয়া, আকাশ আহমেদ,  দূর্জয় দাশ গুপ্ত, অনিক, আসাদ আল মুরাদ,  সোহাগ আহমদ, আলাল মিয়া  নয়ন প্রমুখ।
আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে খেলায় মোট ১৬ টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী ম্যাচে আনমুনু শাপলা স্পোর্টিং ক্লাব এবং রিক্স ইলাভেন ক্রিকেট ক্লাব প্রতিদ্বন্দ্বিতা করে। উদ্বোধনী ম্যাচে দশ উইকেটে বিজয়ী হয়েছে আনমুনু শাপলা স্পোর্টিং ক্লাব।
আরাফাত রহমান কোকোর স্মৃতি ধরে রাখতে এই প্রথম নবীগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে বলে আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে ।  খেলায় ম্যান অব দ্যা ম্যাচ শাপলা স্পোর্টিং ক্লাবের সানির হাতে  পুরস্কার  তুলে দেন নবীগঞ্জ  উপজেলা যুবদলের  সদস্য সচিব রায়েছ আহমদ চৌধুরী।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102