রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০২:৩৭ পূর্বাহ্ন

বিলাতে মুক্তিযুদ্ধের সংগঠক ফিরুজ স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

শেখ মোহাম্মদ আনোয়ার
  • খবর আপডেট সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ২৬ এই পর্যন্ত দেখেছেন

মহান মুক্তিযুদ্ধে যুক্তরাজ্য ৭১ এর একশন কমিটির ওয়েলসের সেক্রেটারি, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য, ওয়েলস আওয়ামী লীগ ও মৌলভীবাজার মহকুমা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, কার্ডিফ বাংলাদেশ এসোসিয়েশনের সাবেক সভাপতি “প্রয়াত মোহাম্মদ ফিরুজ এর ইসহালে সাওয়াব উপলক্ষে বৃটেনের কার্ডিফ বাংলাদেশ সেন্টারে এক স্মরণ সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন অনুষ্ঠিত হয়েছে।

যুক্তরাজ্য আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য, ওয়েলস আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক ছাত্রনেতা মোহাম্মদ মকিস মনসুর এর সভাপতিত্বে এবং ওয়েলস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রাক্তন ছাত্রনেতা এম এ মালিক এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা আব্দুল আহাদ চৌধুরী।

অন‍্যান‍্যদের মধ্যে ওয়েলস আওয়ামী লীগের সহ সভাপতি এস এ রহমান মধু, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মর্তুজা, যুগ্ম সাধারণ সম্পাদক লিয়াকত আলী,সাংগঠনিক সম্পাদক মল্লিক মোসাদ্দেক আহমেদ, ট্রেজারার লিলু মিয়া, দফতর সম্পাদক শেখ মোহাম্মদ আনোয়ার, সোয়ানসী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান মনা, ওয়েলস যুবলীগের সাবেক সভাপতি জয়নাল আহমেদ শিবুল, মরহুম এর ছেলে রাসেল ফিরুজ, প্রবীণ মুরব্বি আলহাজ্ব আসাদ মিয়া, নিউপোট যুবলীগের সাবেক সভাপতি মুহিবুর রহমান মুহিব , ওয়েলস আওয়ামী যুবলীগ এর সভাপতি ভিপি সেলিম আহমদ, নিউপোট যুবলীগের সভাপতি শাহ শাফি কাদির, ওয়েলস যুবলীগের সিনিয়র সহ সভাপতি আবুল কালাম মুমিন, সহ সভাপতি রকিবুর রহমান, সাধারন সম্পাদক মফিকুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক এ বি রুনেল, সোয়ানসী যুবলীগের সভাপতি শামীম আহমেদ, সাধারণ সম্পাদক ফেরদৌস রহমান, বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরাম নিউপোট এর সভাপতি আব্দুর রুউফ তালুকদার,  নিউপোট যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আনহার মিয়া, ওয়েলস তাতীলীগের সাধারণ সম্পাদক জহির আলী, ওয়েলস ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ ফয়ছল মনসুর, ও সাধারণ সম্পাদক শাহজাহান তালুকদার শাওন, সহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও প্রাক্তন ছাত্রলীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সভার শুরুতেই মিলাদ ও দোয়া পরিচালনা করেন হাফিজ মাওলানা ফারুক আহমেদ ও হাফিজ মিফতাউর রহমান।

৬০ এর দশকে মৌলভীবাজারের চৌকষ ফুটবল খেলোয়াড় ও বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী মৌলভীবাজার জেলা সদরের কচুয়া গ্রামের কৃতি সন্তান মোহাম্মদ ফিরোজ প্রবাস জীবনে একাধিক সামাজিক, ও কমিউনিটি সংগঠনের সাথে সম্পৃক্ত থেকে আমৃত্যু মানুষের সেবা করে গেছেন বলে উল্লেখ করে যুক্তরাজ্য আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ওয়েলস আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি প্রাক্তন ছাত্রনেতা মোহাম্মদ মকিস মনসুর বলেন, মুক্তিযোদ্ধের বাংলাদেশের বর্তমানের ক্রান্তিকালে জনাব ফিরুজের মতো সাহসি নেতাদের প্রয়োজন যখন সবচেয়ে বেশি প্রয়োজন, সেসময় তিনি চলে গেলেন।

ওয়েলস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা এম এ মালিক উনার মৃত্যুতে ব্রিটেনের বাঙালি কমিউনিটির অপূরণীয় ক্ষতি হয়েছে। তিনি খুবই সজ্জন ও ভালো মানুষ ছিলেন। তার মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

তিনি কমিউনিটির অত্যন্ত শ্রদ্ধাভাজন ও সমাজসেবক ব্যক্তি ছিলেন বলে উল্লেখ করে সকল বক্তারা মহাণ আল্লাহু রাব্বুল আলামীন যেনো উনাকে জান্নাতবাসী করেন, এই দোয়া করার জন্য দেশে বিদেশের সবার প্রতি বিনীতভাবে অনুরুধ জানানো হয়েছে।

এখানে উল্লেখ্য যে, বিলাতের মুক্তিযুদ্ধের সংগঠক, বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী কমিউনিটি ব্যাক্তিত্ব মোহাম্মদ ফিরুজ বৃটেনের কার্ডিফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১৭ ই অক্টোবর বৃহস্পতিবার ওয়েলসের লন্ডন সময় দুপুর ১২.৩০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শাস ত্যাগ করেছিলেন।) মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮০ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ও ৩ মেয়ে, নাতি নাতনি সহ অসংখ্য আত্মীয় সজ্জন ও গুনগ্রাহী রেখে গেছেন।  ২১ শে অক্টোবর সোমবার মৌলভীবাজার জেলা সদরের কচুয়াস্থ নিজ বাড়িতে ২য় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102