শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১১:২১ অপরাহ্ন

মৌলভীবাজার পলিটেকনিক ইন্সটিটিউটে জব ফেয়ার অনুষ্ঠিত

মোঃ শাহজাহান মিয়া
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬
  • ৪ এই পর্যন্ত দেখেছেন

মৌলভীবাজার পলিটেকনিকেল ইন্সটিটিউট এর আয়োজনে জব ফেয়ার ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল থেকে কলেজ ক্যাম্পাসে আর্কষণীয় স্টলে বিকেল পর্যন্ত দিনব্যাপি জব ফেয়ারে অনুষ্ঠিত হয়। জব ফেয়ারে ৩০ টিরও বেশি দেশের স্বনামধন্য প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। ৩ শতাধিক চাকুরী প্রত্যাশিরা রেজিষ্ট্রেশন করেন। এরমধ্যে যোগত্যার ভিত্তিতে বিভিন্ন কোম্পানীতে ৩০ জন শিক্ষার্থীর চাকুরী নিশ্চিত করা হয়। এছাড়াও অন্যান্যদের সিভি গ্রহণ করা হয়। পরবর্তীতে তাদেরকেও মেধার ভিত্তিতে চাকুরী নিশ্চিত হবে বলে জানান সংশ্লিষ্টরা।

জব ফেয়ার চলাকালে কলেজ অডিটরিয়ামে এক সেমিনারে অনুষ্ঠিত হয়। কলেজের উপাধ্যক্ষ প্রকৌশলী বেলাল আহমদ এর সভাপতিত্বে ও কলেজের শিক্ষক উম্মে সারা পুষন এর সঞ্চলনায় মুলপ্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট শিক্ষাবীদ ও গবেষক প্রকৌশলী জাহেদ আহমদ চৌধুরী। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণ গ্রুপের চিফ ইঞ্জিনিয়ার মো: আক্তারুজ্জামান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনান প্যাক বিডির লিমিটেডের ফ্যাক্টরি ম্যানেজার মো: শফিকুল ইসলাম, গ্রীণলিফ ইনোভেশন লিমিটেডের চেয়ারম্যান মো: হুমায়ুন কবির চৌধুরী, হেলদি চয়েজ এর ফুড ইন্সপেক্টর দীপ বৈদ্য।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক নাহিরুল ইসলাম, মো: আশরাফুজ্জামান, সুহেল মিয়া, মো: আবুল খায়ের,মারুফা খাতুন, ফাহমিদা আফরোজ, খালেদা আক্তার, মোহাম্মদ জিয়াউল আমিন, মো: খালেদ হোসাইন, ইশতিয়াক আহমদ, মো: আরিফুর রহমান, মাজহারুল ইসলাম, মো: ফয়ছল মিয়া, মো: মেহেদী হাসান।

অপরদিকে চাকুরী প্রত্যাশীদের ভিড়ের মধ্যে দিয়ে সম্পন্ন হয় মৌলভীবাজার সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জব পেয়ার গত ২৮ জানুয়ারি সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি আসমা সুলতানা নাসরিন, উপজেলা নির্বাহী অফিসার রাজিব হোসেন , জেলা শিক্ষা অফিসার ফজলুর রহমান প্রমূখ। দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধি প্রাণ গ্রুপ, কাজী ফামর্, আর্গন স্পিনিং মিলস, মাস্টার নিট ওয়ার, বিডি জব ডট কম উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ সেলিমুল আলম সরকার, সার্বিক দায়িত্বে ছিলেন কোর্সকো-অডিনেটর শিক্ষক মোঃ রেদওয়ান উল্লাহ।

উক্ত মেলায় সরকারি চাকরি পেয়েছেন ১৬ জন । সিভি জমা দিয়েছেন প্রায় ৫০০ জন। বক্তারা বলেন এ ধরনের অনুষ্ঠান দেশের যুবসমাজের কল্যাণের জন্য খুবই ভালো উদ্যোগ এজন্য সরকারকে সবাই ধন্যবাদ জানান। কারিগরি শিক্ষার গুরুত্ব, বাস্তবতা ও দক্ষ প্রকৌশলীদের বিশ্ব ব্যাপী চাহিদার বিষয়টি উপস্থাপন করেন। জব ফেয়ার ও সেমিনারে বিভিন্ন কোম্পানীর প্রতিনিধি, চাকুরী প্রত্যাশী, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকরা উপস্থিত ছিলেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102