আন্তর্জাতিক পর্যায়ে ক্রমশ ব্যস্ত হয়ে উঠছে বাংলাদেশের নারী ক্রিকেট দল। আইসিসি উইমেনস চ্যাম্পিয়নশিপে অন্তর্ভুক্তির পর থেকে আরও বেশি ওয়ানডে সিরিজ খেলার সুযোগ পাচ্ছেন তারা। ২০২২-২৫ চক্রের এই টুর্নামেন্টের মাধ্যমে প্রথমবারের মতো আটটি তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অংশ নেওয়ার সুযোগ আসে নিগার সুলতানা জ্যোতির দলের জন্য। এবার আইসিসি ঘোষিত নতুন ভবিষ্যৎ সফর পরিকল্পনা (এফটিপি) অনুযায়ী, ২০২৫-২৯ চক্রেও বাংলাদেশ নারী দল একই রকম ব্যস্ত সময় কাটাবে।
নতুন এই চার বছরের চক্রে বাংলাদেশ প্রথমবারের মতো ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াতে দ্বিপক্ষীয় সিরিজ খেলবে। ২০২৫ সালের মে মাস থেকে শুরু হওয়া এই চক্রে বাংলাদেশের নারী দল চারটি হোম ও চারটি অ্যাওয়ে ওয়ানডে সিরিজ খেলবে, যেখানে প্রতিটি সিরিজে তিনটি ওয়ানডে ম্যাচ ছাড়াও থাকবে সমানসংখ্যক টি-টোয়েন্টি ম্যাচ।
এফটিপি অনুযায়ী, দেশের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে একটি সিরিজ খেলার পাশাপাশি শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও সিরিজ খেলবে বাংলাদেশ। অন্যদিকে, বিদেশের মাটিতে নারী ক্রিকেটাররা মুখোমুখি হবে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও পাকিস্তানের।
এছাড়াও উইমেনস চ্যাম্পিয়নশিপের বাইরেও বাংলাদেশের নারী দল নিউজিল্যান্ডের বিপক্ষে একটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে। এই সময়ে শুধু দ্বিপক্ষীয় সিরিজ মিলিয়ে মোট ২৭টি ওয়ানডে ও ৩০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের নারী দলের।
দ্বিপক্ষীয় সিরিজের বাইরেও এ সময়ে বাংলাদেশের নারী দল পাঁচটি বৈশ্বিক টুর্নামেন্টে অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে। এগুলোর মধ্যে রয়েছে ২০২৫ সালের ভারতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপ, ২০২৬ সালে যুক্তরাজ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২৭ সালে মেয়েদের চ্যাম্পিয়নস ট্রফি, ২০২৮ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও লস অ্যাঞ্জেলেস অলিম্পিক।
২০২৫ সালের ওয়ানডে বিশ্বকাপে ৮টি দল, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ১২টি দল এবং ২০২৭ চ্যাম্পিয়নস ট্রফিতে ৬টি দল অংশ নেবে। লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটের সম্ভাব্য দল সংখ্যা ৬টি।
নারী দলের জন্য নতুন এফটিপি অনুযায়ী সিরিজ সময়সূচি
বছর বিপক্ষ ওয়ানডে টি–টোয়েন্টি
২০২৫ (ডিসেম্বর) ভারত* ৩ ৩
২০২৬ (এপ্রিল) শ্রীলঙ্কা ৩ ৩
২০২৬ (অক্টোবর) অস্ট্রেলিয়া* ৩ ৩
২০২৬ (ডিসেম্বর) নিউজিল্যান্ড* ৩ ৩
২০২৭ (মার্চ) ওয়েস্ট ইন্ডিজ ৩ ৩
২০২৭ (মে–জুন) নিউজিল্যান্ড ০ ৩
২০২৭ (সেপ্টেম্বর) ইংল্যান্ড* ৩ ৩
২০২৭ (নভেম্বর) জিম্বাবুয়ে ৩ ৩
২০২৮ (এপ্রিল) দক্ষিণ আফ্রিকা ৩ ৩
২০২৮ (অক্টোবর) পাকিস্তান* ৩ ৩
(* নির্দেশ করে অ্যাওয়ে সিরিজ)
নিউজ /এমএসএম