বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন

নতুন অধিনায়ক পেল ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ৯৭ এই পর্যন্ত দেখেছেন

তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে আগামী সপ্তাহে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে ইংল্যান্ড। ইনজুরি কাঁটিয়ে এই সিরিজ দিয়েই মাঠে ফেরার কথা ছিল ইংলিশদের নিয়মিত অধিনায়ক জস বাটলারের। তবে ওয়ানডেতে খেলা হচ্ছে না তার।

তার অবর্তমানে দলকে নেতৃত্ব দেবেন লিয়াম লিভিংস্টোন। এবারই প্রথমবার জাতীয় দলকে নেতৃত্ব দেবেন লিভিংস্টোন। এর আগে, অস্ট্রেলিয়ার বিপক্ষে দলকে নেতৃত্ব দিয়েছিলেন হ্যারি ব্রুক।

এদিকে টি-টোয়েন্টি সিরিজে বাটলার খেলবেন বলে আশাবাদী ইংল্যান্ড ক্রিকেটের কর্তারা। ওয়ানডে সিরিজ শেষে দলের সঙ্গে সরাসরি বার্বাডোজে যোগ দেবেন তিনি। আগামী ৯ নভেম্বর থেকে পাঁচ ম্যাচের সেই টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে।

গত প্রায় ৪ মাস ধরেই ইনজুরিতে ভুগছেন বাটলার। টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বাদ পড়ার পর আর কোনো ম্যাচ খেলতে পারেননি তিনি। এই মৌসুমে দ্য হানড্রেডে ম্যানচেস্টার অরিজিনালের হয়েও খেলা হয়নি তার। গেল সেপ্টেম্বরে অজিদের বিপক্ষেও দলে ছিলেন না।

অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ সফরে এসেক্সের উইকেটকিপার মাইকেল পিপারকে ডেকেছে ইসিবি। মাত্র ৭টি লিস্ট ‘এ’ ম্যাচের অভিজ্ঞতা নিয়েই জাতীয় দলে ডাক পেয়েছেন তিনি। ২০২৪-এর ভাইটালিটি ব্লাস্টে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। চলতি বছর প্রথম শ্রেণির প্রথম শতকও দেখা পেয়েছেন তিনি।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102