বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন

সৌদিতে ১৫ হাজারের বেশি অভিবাসী আটক

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ৮ নভেম্বর, ২০২১
  • ৪৬৭ এই পর্যন্ত দেখেছেন

শাহিন আহমদ, সৌদি থেকে: অবৈধভাবে অবস্থান করার অভিযোগে গত এক সপ্তাহে ১৫ হাজার ৩৯৯ জন অভিবাসীকে আটক করেছে সৌদি আরব সরকার।

সৌদি গেজেট রোববার তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, গত ২৮ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত সৌদি আরবের নিরাপত্তা বাহিনী দেশের বিভিন্ন জায়গায় যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করে। আটকদের বিরুদ্ধে আবাসন ও শ্রম আইন এবং সীমান্ত নিরাপত্তা নীতিমালা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে সৌদি গেজেট জানিয়েছে, সাত হাজার ২৯২ জন আছেন আবাসন নীতিমালা লঙ্ঘনকারী। ছয় হাজার ৩৭৩ জনকে সীমান্ত নিরাপত্তা নীতিমালা লঙ্ঘন এবং এক হাজার ৭৩৪ জনকে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে আটক করা হয়েছে।

এছাড়াও আবাসন ও শ্রম আইন লঙ্ঘনকারীদের আশ্রয়-প্রশ্রয় দেয়ার অভিযোগে ১৭ জনকে আটক করা হয়। এছাড়াও সীমানা অতিক্রমের দায়ে আটক করা হয় আরও ২৭৮ জনকে।

এদের মধ্যে বাংলাদেশি কেউ আছেন কি না তা এখনও জানা যায়নি।

বর্তমানে সৌদি আরবে আবাসন নীতিমালা ভঙ্গের জন্য নজরদারিতে আছেন মোট ৮৮ হাজার ২৯ জন। যাদের মধ্যে পুরুষ ৭৮ হাজার ৬৭৮ ও নারী ৯ হাজার ৩৪২ জন। এদের মধ্যে ৭২ হাজার ৭৮৮ জনকে যার যার কূটনৈতিক মিশনে যোগাযোগ করে প্রয়োজনীয় নথিপত্র যোগাড় করতে বলা হয়েছে। ১০ হাজার ১৭ জনকে পাঠিয়ে দেয়া হয়েছে যার যার দেশে।

অবৈধ প্রবেশ বা আবাসন নীতিমালা লঙ্ঘনকারীদের যারা সহায়তা করবে তাদের ব্যাপারেও কঠোর হয়েছে সৌদি সরকার। নিয়ম ভঙ্গকারীদের সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড ও একইসঙ্গে ১০ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রাখা হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102