বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের পরিবর্তনে অবশ্যই হ‍্যা ভোট দিতে হবে— এম. সাখাওয়াত হোসেন হবিগঞ্জ-১ আসনে মনোনয়ন প্রত‍্যাহার করেননি শেখ সুজাত। চ‍্যালেন্জের মুখে বিএনপির প্রার্থী গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের সভা অনুষ্ঠিত বেনাপোল বন্দরে চাঁদাবাজি ও মিথ্যা সংবাদ প্রচার নিয়ে উদ্বেগ বোদায় ট্রাক্টর চাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির নির্বাচন অনুষ্ঠিত কামাল মনসুর এর প্রথম মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত আত্ম মর্যাদাশীল মানুষ হিসেবে মাথা উচু করে দাঁড়াতে হবে মহিমান্বিত ও অলৌকিক রাত শবে মেরাজ

দেশের পরিবর্তনে অবশ্যই হ‍্যা ভোট দিতে হবে— এম. সাখাওয়াত হোসেন

খাদেমুল ইসলাম
  • খবর আপডেট সময় : বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬
  • ৪ এই পর্যন্ত দেখেছেন
সামনে নির্বাচন হওয়ার পরে যে নতুন সরকার আসবে, সেই নতুন সরকারের সময় রিলেশনটা হয়তো আরো ভালো হবে-  চতুদের্শীয় বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শনে
সাখাওয়াত হোসেন
পঞ্চগড় জেলা  প্রতিনিধি খাদেমুল ইসলাম!
পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলায় অবস্থিত চতুদের্শীয়  বাংলাবান্দা স্থলবন্দর পরিদর্শনে এসে   নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশের পরিবর্তন করতে হলে, অতীতের মতো যেন না হয়, তাহলে জনগণকে হ্যাঁ ভোটে সিল দিতে হবে এবং এটা মাস্ট।
মঙ্গলবার (২০ জানুয়ারি)  বিকেলে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর ও ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। এ সময় তার সাথে পঞ্চগড়ের জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান, পুলিশ সুপার রবিউল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তিনি বলেন, এগুলো আশা করি ঠিক হয়ে যাবে। সামনে নির্বাচন হওয়ার পরে যে নতুন সরকার আসবে, সেই নতুন সরকারের সময় ভারতের সঙ্গে রিলেশনটা হয়তো আরো ভালো হবে।
সংবাদকর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের উপমহাদেশের যে রিলেশন, চীনের সাথে যে রিলেশন, এটা একেক দেশে একেক রকম। যে কারণে আমরা যদি পরিকল্পনাও করি, এখানে একটি রাস্তা বের করে চীন পর্যন্ত যাব। সেটা হবে না। যেতে হলে আমাদের নেপাল অথবা ভুটান যেতে হবে। তবে নেপাল এবং ভুটান যদি পোর্ট ব্যবহার করতে চায়, সেক্ষেত্রে মংলা পোর্টকে আমরা যুক্ত করতে পারি।
তিনি বলেন, স্থলবন্দর তো কাজ করছে, পাথর আসছে, সেটা বন্ধ হয়নি। ভুটান, নেপাল ও ইন্ডিয়া থেকেও আসছে। যারা পাথরের ব্যবসা করেন তাদের জন্য এখনো কিছু বন্ধ হয়নি। তবে যাত্রী যাতায়াত কমেছে। এটা শুধু এখানে নয়, সারা বাংলাদেশে কমেছে। এটার কারণ হচ্ছে যে, ভারত ভিসা দিচ্ছে না নানাবিধ কারণে। সে হিসেবে আমাদের এখানেও ভিসা বেশি দেওয়া হচ্ছে না।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102