পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে তেঁতুলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) শিবের মন্দির থেকে বর্ণাঢ্য র্যালিটি শুরু হয়ে তেতুলিয়া চৌরাস্তা বাজার হয়ে তেতুলিয়া বাংলাবান্ধা মহাসড়ক এলাকা প্রদক্ষিণ করে পুনরায় মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
এসময় রঙিন ব্যানার, ফেস্টুন ও পতাকা হাতে র্যালীতে অংশগ্রহণ করেন সনাতন ধর্মাবলম্বীরা। এতে শঙ্খধ্বনি, উলুধ্বনি, ঢাক-ঢোল ও ভজন-কীর্তনের মাধ্যমে পুরো এলাকা উৎসব মুখর হয়ে ওঠে।
ভক্তবৃন্দ বলেন, জন্মাষ্টমী শুধুমাত্র ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি ন্যায়, সত্য ও ধর্ম প্রতিষ্ঠার প্রতীক। ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা অনুসরণ করলে সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা সম্ভব।
সনাতন সম্প্রদায়ের নেতৃবৃন্দ বলেন, ভগবান শ্রীকৃষ্ণের জন্ম আমাদের সকলকে ন্যায় ও সত্যের পথে চলার শিক্ষা দেয়। তার আদর্শ অনুসরণ করলেই সমাজে শান্তি, ভ্রাতৃত্ব ও মানবকল্যাণ প্রতিষ্ঠিত হবে।
র্যালী শেষে সকলের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। এসময় ভক্তদের কাছে শুভেচ্ছা ও শিক্ষামূলক বার্তা পৌঁছে দেন সনাতন সম্প্রদায়ের নেতৃবৃন্দ।
সে সময়ে উপস্থিত ছিলেন তেতুলিয়া উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি হিরা কান্ত রায়, সাধারণ সম্পাদক বিরেন চন্দ্র রায়, ভজনপুর সর্বজনীন পুজা উদযাপন সভাপতি শ্রী নিত্যান্দন সরকার, শ্রী বিধান কৃষ্ণ সামন্ত শ্রীকাঞ্চন কুমার দাস সহ সনাতন ধর্মের ভক্তবৃন্দ।