

সংযুক্ত আরব আমিরাতে আজ (৩ অক্টোবর) পর্দা উঠছে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের। উদ্বোধনী ম্যাচে বিকেল ৪টায় স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। প্রথমবারের মতো যেকোনো ফরম্যাটে বিশ্বকাপ খেলতে আসা স্কটিশদের বিপক্ষে জয় দিয়ে আসর শুরু করতে চায় প্রায় এক দশক আগে বিশ্বকাপে সবশেষ জয় পাওয়া জ্যোতিরা।
সবশেষ প্রস্তুতি ম্যাচে পাকিস্তানকে হারানোর পর জ্যোতি জানান, ‘আমি বলবো যে আমাদের দল যেভাবে খেলে এসেছে, শেষ ওয়ার্ম আপ ম্যাচটা যেভাবে খেলেছে পাকিস্তানের বিপক্ষে। সবাই একটা ভালো শেপে দেখেছি। সবার ভেতর যে এনার্জি বা ম্যাচ জেতার যে ক্ষুদা বা বলবো যে প্রত্যেকটা খেলোয়াড় যে একজন আরেকজনকে যেভাবে ব্যাক করেছে মাঠে।
তিনি যোগ করেন, ‘ব্যাটিং ইউনিট অনেক ভালো করেছে, ভালো একটা স্কোর দাঁড় করিয়েছে। বোলাররা অনেক ভালো ব্যাক আপ দিয়েছে। এখনও পর্যন্ত সবকিছু মিলিয়ে যদি চিন্তা করি দল একটা ভালো অবস্থায় আছে। আমরা জয়ের জন্যই খেলবো।
স্কটল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), মারুফা আক্তার, সাথী রানী, মুর্শিদা খাতুন, রিতু মণি, নাহিদা আক্তার, সুলতানা খাতুন, সুবহানা মুস্তারি, ফাহিমা খাতুন, জাহানারা আলম, রাবেয়া খান।
নিউজ /এমএসএম