

লালপুর সংবাদদাতা: রাকসুর সাবেক ভিপি নাটোরের প্রথম মন্ত্রী উত্তরবঙ্গের কৃতি সন্তান, বিএনপির উপদেষ্টা মন্ডলীর সাবেক সদস্য মরহুম ফজলুর রহমান পটলের ৫ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে লালপুর-বাগাতিপাড়া উপজেলা ও গোপালপুর পৌর বিএনপির এবং সগযোগী সংগঠনের আয়োজনে ১১ই আগষ্ট বুধবার কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দলীয় সূত্রে জানা যায়, বুধবার (১১ আগষ্ট)সকালে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের ৫ম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে নাটোরের লালপুর উপজেলার গৌরীপুর গ্রামে সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের পারিবারিক কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও দোয়ার মধ্য দিয়ে দিনটি পালন করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

উল্লেখ্য-তিনি গত (১১ আগষ্ট) ২০১৬ সালে ৬৬ বছর বয়সে ভারতের একটি হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।