শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম :

মেসির সিদ্ধান্তে নেইমারের বিশেষ ভূমিকা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ১১ আগস্ট, ২০২১
  • ২০১ এই পর্যন্ত দেখেছেন

ইউকেবিডি ডেস্ক: প্যারিস সেন্ট জার্মেইনে (পিএসজি) খেলার জন্য দুই বছর মেয়াদী চুক্তি সম্পাদনের পরের দিনই লিওনেল মেসি জানিয়েছেন তার পরবর্তী লক্ষ্য চ্যাম্পিয়ন্স লিগ জেতা। বুধবার মেসি সংবাদ সম্মেলনে বলেন, আমি আগেই বলেছিলাম আমার স্বপ্ন আরেকটি চ্যাম্পিয়ন্স লিগ জেতা। আমি মনে করি সেই স্বপ্ন পূরণ করার জন্য আমি আদর্শ জায়গাতেই এসেছি।৩৪ বছর বয়সী মেসি সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন ২০১৫ সালে বার্সার হয়ে। অপর দিকে তার নতুন দল এখন পর্যন্ত একবারও চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারেনি। যদিও ক্লাবের কাতারি মালিক এ শিরোপা জেতার জন্য বিপুল বিনিয়োগ করেছেন ইউরোপিয়ান শিরোপা জেতার লক্ষ্যেই। লিওনেল মেসি ৩০ জুনের পর হয়ে যান ফ্রি খেলোয়াড়। বার্সেলোনা অনেক চেষ্টা করেও আর্থিক কারণে মেসিকে দলে রাখতে পারেনি। মেসির মতো খেলোয়াড়কে তারা ছাড়তে বাধ্য হয়েছে বিনা ট্রান্সফার ফিতে।মেসির পিএসজিতে যোগ দেয়ার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করেন নেইমার। মেসি সেটা সংবাদ সম্মেলনে স্বীকারও করেন। তিনি বলেন, আমার এখানে আসার ক্ষেত্রে নেইমার বিশেষ ভূমিকা পালন করেছে। পিএসজির খেলোয়াড়দের অনেকের সাথে আমার চমৎকার সম্পর্ক। এখানে যোগ দিতে পেরে আমি খুবই উচ্ছসিত। পিএসজি এবং আমার লক্ষ্য একই। আমি আশা করছি সবাই মিলে আমরা লক্ষ্য অর্জন করতে পারবো। নেইমার, ডি মারিয়া, প্যারেডেজ অনেকেই আছেন এখানে যারা আমার বন্ধু।মেসি মনে করেন প্যারিসের জীবনের সাথে মানিয়ে নিতে তার ও তার পরিবারের কোন সমস্যা হবে না। তার মতে ফুটবল সব জায়গাতেই এক। জীবন যাত্রার ধারা ভিন্ন হয় শহর ও দেশে ভেদে। যেহেতু পরিচিত জনরা আছেন তাই তাদের মানিয়ে নিতে কোন সমস্যা হবে না বলেই মেসি বিশ্বাস করেন।ফরাসি ফুটবল মৌসুম ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। শনিবার নিজেদের মাঠে খেলা আছে পিএসজির। কিন্তু স্ট্রাসবোর্গের বিপক্ষে মেসি সে ম্যাচে খেলতে পারবেন না। ১১ জুলাই কোপা আমেরিকার ফাইনাল খেলার পর থেকেই তিনি ছুটি কাটিয়েছেন। প্রাক মৌসুমে কোন ট্রেনিং করেননি। ফলে খেলার মাঠে ফিরতে তার কিছুদিন অপেক্ষায় থাকতে হতে পারে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102