সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী বলেছেন, সমাজসেবা অধিদপ্তরাধিন প্রতিষ্ঠানগুলো অঙ্গীকার নিয়ে কাজ করছে। সমাজের পিছিয়ে পড়া, সুবিধাবঞ্চিত শিশুদের মানুষ হিসেবে গড়ে উঠার জন্য কর্মকর্তা কর্মচারিরা অভিভাবক হিসেবে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছে।
আত্ম মর্যাদাশীল মানুষ হিসেবে নিবাসীদের মাথা উচু করে দাঁড়াতে নিজেদের তৈরী করার আহ্বান জানিয়ে শনিবার (১৭ জানুয়ারী) সিলেট নগরির বাগবাড়িস্থ শিশু পরিবার মঠে বিভাগীয় সমাজসেবা কার্যালয় আয়োজিত সমাজসেবা অধিদপ্তরাধিন আন্তঃপ্রাতিষ্ঠানিক সিলেট বিভাগীয় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সমাজসেবা অধিদপ্তর ঢাকা এর পরিচালক (প্রতিষ্ঠান) সমীর মল্লিক এর সভাপতিত্বে এবং সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক মোহাম্মদ রফিকুল হক ও প্রবেষন অফিসার তমির হোসেন চৌধুরীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তর ঢাকা এর পরিচালক (সামাজিক নিরাপত্তা) মোঃ মোশারফ হোসেন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম। অনুষ্ঠানে অতিথি ছিলেন সিলেট বিভাগীয় সমাজসেবা কার্যালয় উপ-পরিচালক নিবাস রঞ্জন দাস, সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আব্দুর রফিক, সাবেক উপ-পরিচালক মোঃ আবুল কালাম, মৌলভীবাজার জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ হাবিবুর রহমান, হবিগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ রাশেদুজ্জামান, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক সুচিত্রা পাল, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক এস এম মোক্তার হোসেন, সুনামগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক এ কে আজাদ ভূইয়া, আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ সুলায়মান মজুমদার, সমাজসেবা অফিসার আব্দুল মুন্তাকিন, আবু সাঈদ ভূইয়া, জাহানারা বেগম, মুনতাকা চৌধুরী, আয়েশা আক্তার বৃষ্টি, সিলেট বধির সংঘের সভাপতি সিনিয়র সাংবাদিক হাজী এম আহমদ আলী, রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব আতাইর রহমান খান সামসু, ডি জি এফ এর নির্বাহী পরিচালক বায়েজিদ খান প্রমুখ।

পরে অতিথিরা কুচকাওয়াজের সালাম গ্রহণ ও শিশুদের মনোমুগ্ধকর ডিসপ্লে অবলোকন করেন।
বিকেলে পুরস্কার বিতরনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম।
অনুষ্ঠানের সূচনালগ্নে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সরকারি শিশু পরিবার (বালক) বাগবাড়ি নিবাসী ৯ম শ্রেণীর শিক্ষার্থী মোঃ আইনুল ইসলাম। গীতা থেকে পাঠ করেন সরকারি শিশু পরিবার (বালিকা) সুনামগঞ্জ এর সুবর্ণা রানী পাল।