বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
আউলিয়া মাজারে ওরশ উপলক্ষ্যে পুলিশের ব্রিফিং ও প্যারেড অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন এর সাধারণ সভা অনুষ্ঠিত বাংলাদেশ দূতাবাস মিয়ানমারে বাংলা নববর্ষ উদযাপিত তেতুলিয়ায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে নতুন প্রকল্প গ্রহণ করতে হবে- পার্বত্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সরকার ও মানুষের অবস্থান সবসময় ফিলিস্তিনিদের পক্ষে—পররাষ্ট্র মন্ত্রী ছাত্রলীগ রিইউনিয়ন কমিটি ইউকের সভা অনুষ্টিত ঠাকুরগাঁও উপজেলায় জমজমাট লড়াইয়ের আভাস বোদা থানা সার্বিক কর্ম মুল্যায়নে রংপুর রেঞ্জে ২য় এবং জেলায় শ্রেষ্ঠ ঠাকুরগাঁও জেলা পুলিশের উদৌগে হেলমেট বিতরণ অনুষ্ঠিত

নতুন প্রজন্মকে যোগ্য ও দক্ষতা সম্পন্ন স্মার্ট মানুষ হিসেবে গড়ে তুলতে চান শেখ হাসিনা-পার্বত্য প্রতিমন্ত্রী

মোঃ রেজুয়ান খান
  • খবর আপডেট সময় : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ২৫ এই পর্যন্ত দেখেছেন

নতুন প্রজন্মকে দক্ষতা ও যোগ্যতায় স্মার্ট মানুষ হিসেবে গড়ে তুলতে চান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (২৮ এপ্রিল) দুপুরে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে জেলা প্রশাসন আয়োজিত ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৮ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধন অনুষ্ঠানে পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি ছাত্র-ছাত্রী ও সুধিজনদের উদ্দেশে এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি আরও বলেন, সারা দুনিয়া এখন প্রযুক্তি নির্ভর। আমাদের ভবিষ্যত প্রজন্মই আমাদের হাতিয়ার, আমাদের সম্পদ। বিজ্ঞানমনস্ক এ প্রজন্মই আগামিতে দেশ পরিচালনা করবে। দেশ ও জনগণের কল্যাণে আগামি প্রজন্মকে নিবেদিত হতে হবে। দেশে নতুন নতুন প্রযুক্তির উদ্ভাবনসহ মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান পার্বত্য প্রতিমন্ত্রী।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, নিজেকে একজন যোগ্য, দক্ষ ও স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। যার যার জায়গা থেকে প্রত্যেকের কর্মদক্ষতা ও দেশপ্রেমই গড়ে তুলতে পারে স্মার্ট বাংলাদেশ। তিনি ছাত্র-ছাত্রীদের বিশ্বের অন্যান্য দেশের সাথে তাল মিলিয়ে চলার জন্য ইংরেজি ভাষা শিখার পাশাপাশি চীনা, জাপানি, কোরিয়ান, ফ্রান্স, জার্মানি ভাষা শেখার তাগিদ দেন। তিনি বলেন, আমাদের দেশের ছেলেমেয়ে অন্যদেশের চেয়ে কোনো অংশে পেছনে নেই।

আলোচনা শেষে প্রতিমন্ত্রী  বিজ্ঞান মেলায় ছাত্রছাত্রীদের উদ্ভাবিত প্রযুক্তিসমূহ পরিদর্শন করেন ও শিক্ষার্থীদের উদ্ভাবিত প্রযুক্তির বিষয়ে ছাত্রছাত্রীদের কাছে খুঁটিনাটি জানতে চান।

খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান-এর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে খাগড়াছড়ি পুলিশ সুপার পিপিএম(বার) মুক্তা ধর, খাগড়াছড়ি সরকারি কলেজের অধ্যক্ষ মো. সরাফত হোসেন উপস্থিত ছিলেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102