যুক্তরাজ্য অফিস: যুক্তরাজ্যে আজ করোনা ভাইরাসের আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা গতকালের তুলনায় কিছুটা কমেছে। এদিকে যুক্তরাজ্যে প্যান্ডামিক শুরুর পর থেকে বর্তমান সময়ে সব থেকে বেশি তরুনরা করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। আজ যুক্তরাজ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৯ হাজার ৬২২ জন। আর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৬৮ জন। গত কয়েকদিন ধরে দেশটিতে আক্রান্ত ও মৃত্যু সংখ্যাটা বাড়া কমার মধ্যেই আছে। এ নিয়ে যুক্তরাজ্যে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৫৮ লাখ ৩০ হাজার ৭৭৪ জন। আর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ১ লাখ ২৯ হাজর ৫৮৪ জন। এদিকে সরকারের স্বাস্থ্য বিভাগ থেকে বলা হচ্ছে দেশটির ৯০ শতাংশের বেশি মানুষ টিকার প্রথম ডোজ গ্রহন করলেও ২০ থেকে ৩০ উর্ধ্বের মানুষদের টিকা গ্রহনের হার কম। দেশটিতে এখন পর্যন্ত টিকার প্রথম ডোজ গ্রহন করেছেন ৪ কোটি ৬৭ লাখ ৭৫ হাজার ৫২৫ জন। আর টিকার দুই ডোজই পেয়েছেন ৩ কোটি ৭৯ লাখ ৬২ হাজার ৪০৭ জন। এদিকে যুক্তরাজ্যে প্যান্ডামিক শুরুর পর থেকে সব থেকে অল্পবয়সীরা বর্তমানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। আর এর মধ্যে অন্যতম হচ্ছে গর্ভবতী মায়েরা। বিষয়টি নিয়ে স্বাস্থ্য বিভাগ থেকে বলা হচ্ছে, ১৮ বছরের উর্ধ্বে অনেকের মাঝে টিকা দেওয়ার ব্যাপারে অনীহা রয়েছে। এদিকে আজ পরিসংখ্যন ব্যুরোর দেওয়া তথ্যমতে, দেশটিতে বর্তমানে যারা করোনা ভাইরাস পরীক্ষা করছেন তাদের প্রতি ৬৫ জনের মধ্যে এক জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হচ্ছে। ১৮ বছরের উর্ধ্বে বয়সীদের টিকা দিতে আগ্রহী করে তোলার জন্য আজ যোগাযোগ বিভাগ থেকে জানানো হয়েছে, যদি টিকা গ্রহন করা না থাকে তাহলে আন্তর্জাতিক ভ্রমনে যাওয়া কঠিন হয়ে যাবে।