সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীমঙ্গলে ট্রেনের ধাক্কায় চিকিৎসকের মৃত্যু সাংবাদিক মুরাদ জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক মনোনীত সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক লাঞ্ছিত আজমিরীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে আহত অর্ধশতাধিক বিসিক এর প্লট বরাদ্দ নিয়ে শ্রীমঙ্গলে মতবিনিময় সভা অনুষ্ঠিত সম্প্রীতির বন্ধনে দেশকে এগিয়ে নিতে চাই- সুপ্রদীপ চাকমা পার্বত্য শান্তিচুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ পঞ্চগড়ে বিএনপির ৩১ দফার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শেখ হাসিনা সহ সকল নেতাকর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ইএসডিও’র পিএফ ও গ্র্যাচুইটি সুবিধাদির চেক বিতরণ অনুষ্ঠিত

মিয়ানমারে জেড পাথরের খনিতে ভূমিধসে নিখোঁজ ৩০

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ১৩৩ এই পর্যন্ত দেখেছেন

মিয়ানমারের উত্তরাঞ্চলে জেড পাথরের একটি খনিতে ভূমিধসের পর অন্তত ৩০ জন নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে।

দেশটির কাচিন রাজ্যের পাহাড়ি শহর হ্পাকান্তে বিশ্বের সর্ববৃহৎ এবং সবচেয়ে লাভজনক জেড পাথরের খনিগুলো রয়েছে।খবর বিবিসির।

ভূমিধসে ক্ষতিগ্রস্তদের মধ্যে অনেকেই পাহাড়ের পাদদেশে মাটি খননকারী স্থানীয় লোকজন বলে ধারণা করা হচ্ছে। যাদের অনেকে খনির পরিত্যক্ত গর্তগুলোতে কাজ করেন।

মে থেকে অক্টোবর পর্যন্ত মিয়ানমারে যখন বর্ষার ভরামৌসুম ওই সময়ে ভারী বৃষ্টিপাতে ওই এলাকায় নিয়মিত প্রাণঘাতী ভূমিধসের ঘটনা ঘটে।

একই এলাকায় ২০২০ সালের জুলাই মাসে ভূমিধসে অন্তত ১৬২ জনের মৃত্যু হয়। তার আগে ২০১৫ সালে ভূমিধসের অন্য একটি ঘটনায় ১১০ জনের বেশি মানুষ প্রাণ হারান।

বর্ষা মৌসুমের কারণে জেড পাথরের খনিতে বর্তমানে কাজ বন্ধ রাখা হয়েছে। কিন্তু স্থানীয় অনেকে নিজেরাই মাটি খুঁড়ে পাথর বের করেন।

রোববার স্থানীয় সময় বিকাল সাড়ে ৩টার দিকে যখন ভূমিধসের ঘটনা ঘটে তখন নিজেরাই পাথর খোঁজা অনেকে ঘটনাস্থলে ছিলেন।

প্রচণ্ড বৃষ্টিতে ১৫০ মিটার উঁচু থেকে বিশালাকৃতির মাটির স্তূপ আলগা হয়ে নিচে পড়ে। সঙ্গে ছিলো খনি কোম্পানিগুলোর খনন করা মাটির ও আবর্জনার স্তূপ। সেগুলো উপর থেকে নিচে গড়িয়ে পড়ে এবং নিচে থাকা শ্রমিকের ভাসিয়ে নিয়ে যায়।

এ ঘটনায় বেঁচে যাওয়া কয়েকজনও বলেছেন, বিশালাকৃতির একটি মাটির দেয়াল, পাথর এবং বানের পানির তোড়ে নিচে যারা জেড পাথর খুঁজছিলেন তারা ভেসে যান।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102