রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :

জয় পেল আর্জেন্টিনা, ব্রাজিলের ড্র

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ২৫ জুলাই, ২০২১
  • ২০১ এই পর্যন্ত দেখেছেন

স্পোর্টস ডেস্ক: টোকিও অলিম্পিকে যাত্রাটা ভালো হয়নি আর্জেন্টিনার। নিজেদের প্রথম ম্যাচেই অস্ট্রেলিয়ার কাছে ২-০ গোলে হেরে বসে আলবেসিলেস্তারা। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে মিশরের বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত জয় পেল আর্জেন্টিনা।

এই ম্যাচ জিতে প্রতিযোগিতায় টিকে রইলো আকাশি-নীলেরা।ম্যাচের শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে উঠে আর্জেন্টিনা দল। সেই লক্ষ্যে পর এক অতর্কিত আক্রমণও করে। কিন্তু প্রথমার্ধে মিশরের রক্ষণ ভাঙ্গতে ব্যর্থ হয় তারা।দ্বিতীয়ার্ধে গোলের দেখা পায় আর্জেন্টিনা। ম্যাচের ৫২তম মিনিটে মেডিনার গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা।

এরপর পুরো ম্যাচে আর কোনো গোল না হলে জয় নিয়ে মাঠ ছাড়ে ল্যাটিন আমেরিকার এই দলটি।অন্যদিকে প্রথম ম্যাচে জার্মানিকে ৪-২ গোলে হারিয়ে দিয়েছিল ব্রাজিল। কিন্তু আইভরি কোস্টের বিপক্ষে গ্রুপের দ্বিতীয় ম্যাচে গোল শূন্য ড্র করেছে নেইমারের জুনিয়ররা।ম্যাচের ১৩ মিনিটেই বড় ধাক্কা খেয়েছে ব্রাজিল। সরাসরি লাল কার্ড দেখেছেন ডিফেন্সিভ মিডফিল্ডার দগলাস লুইজ। ৭৯ মিনিটে দ্বিতীয় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আইভরি কোস্টের এবু কোয়াসি।দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষ দুটি স্থান ব্রাজিল ও আইভরি কোস্টের।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102