রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাবান্ধা জিরো পয়েন্টে জাতীয় পতাকা স্ট্যান্ডের ভিত্তিপ্রস্তর স্থাপিত মাধবপুরে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪ পঞ্চগড়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা নবিজুল ইসলাম সমাহিত বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সরকার কাজ করছে- পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ওয়েলস আওয়ামী লীগের উদ্দ্যোগে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপিত পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের যা করার দরকার তা আমরা করব পার্বত্য উপদেষ্টার সাথে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ অনুষ্ঠিত পুলিশের মাসিক কল্যাণ সভায় শ্রেষ্ঠ থানা শ্রীমঙ্গল উদীচী শিল্পীগোষ্ঠীর উদ্যোগে পালিত হলো বাংলা নববর্ষ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্যান্যদের বিরদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত

ছাতকের

লাফার্জ হোলসিম সিমেন্ট কারখানায় লিভার ক্যাম্প অনুষ্ঠিত

শ‌হিদুল ইসলাম
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৩ জুন, ২০২৩
  • ২৬৩ এই পর্যন্ত দেখেছেন
লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড, জালালাবাদ লিভার ট্রাস্ট, রোটারী ক্লাব অব ঢাকা জেনারেশন নেক্সট এবং রোটারী ই-ক্লাব অব ৩২৮২ এর আয়োজনে সুনামগঞ্জ জেলার ছাতকের লাফার্জ হোলেসিম সিমেন্ট কারখানায় এক বিশেষায়িত লিভার ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বিষেশায়িত এই ক্যাম্পে নানা বয়সের ২৫০ জন নারী, পুরুষ ও শিশু লিভার রোগী চিকিৎসাসেবা গ্রহন করে সরাসরি উপকৃত হন।
ক্যাম্পটির যৌথভাবে উদ্ধোধন করেন লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের সিইও ইকবাল চৌধুরী এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের প্রধান ও জালালাবাদ লিভার ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের চীফ কর্পোরেট এ্যাফেয়ার্স অফিসার আসিফ ভূইয়া। লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টারে আয়োজিত এই ক্যাম্পটিতে চিকিৎসাসেবা গ্রহনকারী লিভার রোগীরা ক্যাম্পটি আয়োজনের জন্য আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য অধ্যাপক ডা. স্বপ্নীলের নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের ১২ জন বিশেষজ্ঞ চিকিৎসক ও সিনিয়র রেসিডেন্ট ক্যাম্পটিতে বিষেশায়িত স্বাস্থ্যসেবা ও পরামর্শ প্রদান করেন। লাফার্জহোলসিম বাংলাদেশের সিইও ইকবাল চৌধুরী ক্যাম্পটিতে চিকিৎসাসেবা প্রদান করায় জালালাবাদ লিভার ট্রাস্ট ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি তার বক্তব্যে জানান যে, লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড তাদের সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে এই ক্যাম্পটি আয়োজনের উদ্যোগ গ্রহন করেছেন। তিনি আরো জানান যে ছাতকসহ এই অঞ্চলের জনগোষ্ঠির কল্যানে তারা ভবিষ্যতে এ ধরনের আরো বিশেষায়িত ক্যাম্প আয়োজন করবেন। তিনি আশাবাদ ব্যাক্ত করেন যে এ ধরনের উদ্যোগে তারা সবসময় জালালাবাদ লিভার ট্রাস্টকে তাদের সাথে পাবেন।
অধ্যাপক ডা. স্বপ্নীল তার প্রতিক্রিয়ায় বলেন, তিনি এবং তার সহকর্মীরা এই ক্যাম্পে অংশগ্রহন করতে পেরে বিশেষভাবে আনন্দিত। ভবিষ্যতেও  লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের এ ধরনের যে কোন উদ্যোগে জালালাবাদ লিভার ট্রাস্ট পাশে থাকবে বলে প্রতিশ্রুতি দেন। ঢাকা থেকে এতদুর এসে ছাতকবাসীকে বিষেশায়িত লিভার চিকিৎসা সেবা প্রদান করায় তিনি তার সহকর্মী ও ছাত্রদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য প্রায় এক বছর আগে প্রতিষ্ঠিত জালালাবাদ লিভার ট্রাস্ট প্রতিষ্ঠার পর থেকেই বৃহত্তর সিলেট অঞ্চলে বিনামূল্যে চিকিৎসাসেবা ও লিভার রোগ বিষয় সচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। বিভিন্ন সময় খাবার, শীতবস্ত্র ও অন্যান্য উপহার সামগ্রী নিয়ে এই অঞ্চলের প্রকৃতিক দুর্যোগে বিপন্ন মানুষের পাশেও দাড়িয়েছে ট্রাস্টটি। তাছাড়াও সিলেট অঞ্চলে আধুনিক লিভার চিকিৎসাসেবা উপলব্ধ করায় ভূমিকা রাখছে জালালাবাদ লিভার ট্রাস্ট।
এরইমধ্যে ট্রাস্টের উদ্যোগে সিলেটে লিভার সিরোসিসের রোগীদের জন্য স্টেম সেল থেরাপী ও লিভার ক্যান্সারের রোগীদের জন্য ট্রান্সআর্টারিয়াল কেমোএম্বোলাইজেশনের মত অত্যাধুনিক লিভার চিকিৎসাসেবা প্রচলন করা হয়েছে। ট্রাস্টের উদ্যোগে বিভিন্ন সময় সিলেটের বিভিন্ন মেডিকেল কলেজে লিভার বিষয়ক বৈজ্ঞানিক সেমিনারের আয়োজন করা হয়ে থাকে। তাছাড়া সিলেটের ইতিহাসে লিভার বিশেষজ্ঞদের বৃহত্তম বৈজ্ঞানিক সম্মেলন সুরমা লিভার ফেস্ট-২০২৩-এরও আয়োজন করা হয়েছিল এই জালালাবাদ লিভার ট্রাস্টের উদ্যোগেই। এই সম্মেলনে সারাদেশ থেকে প্রায় অর্ধশতাধিক লিভার বিশেষজ্ঞ অংশগ্রহন করেছিলেন।নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102