শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০৫:০৭ পূর্বাহ্ন

কিয়েভে রাতভর রাশিয়ার ব্যাপক ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ১২১ এই পর্যন্ত দেখেছেন

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতজুড়ে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী। ইউক্রেনের কর্মকর্তারা আজ মঙ্গলবার ভোরে এ তথ্য জানান। খবর এএফপির।

তবে এতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে।

কিয়েভ সিটি সামরিক প্রশাসন জানিয়েছে, রাজধানীতে নতুন বিমান হামলা। এটি ছিল ১৮ দিনের মধ্যে শহরটিতে ইরানের তৈরি শাহেদ বিস্ফোরক ড্রোন ব্যবহার করার প্রথম হামলা।

এ ছাড়া ইউক্রেনের লাভিভেও হামলা চালিয়েছে রুশ বাহিনী। আঞ্চলিক প্রশাসনের প্রধান মাকসিম কোজিতস্কি বার্তা আদান প্রদানের মাধ্যম টেলিগ্রামে লিখেছেন গুরুত্বপূর্ণ স্থাপনা ড্রোন হামলার শিকার হয়েছে। তবে তিনি এ নিয়ে বিস্তারিত আর কোনো তথ্য দেন নি।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা এক বছরের বেশি সময় ধরে চলছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উলটো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাতের পরিমাণ অনেক বেড়েছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102