শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৪৭ অপরাহ্ন

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১১৩ এই পর্যন্ত দেখেছেন

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে সন্ধ্যা সাতটার পর গুলশানে নিজ বাসভবন ফিরোজায় রওনা হন তিনি।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন। এর আগে বিকেল সোয়া চারটা গুলশানের বাসা থেকে রওনা হয়ে বিকেল পাঁচটা ৩৩ মিনিটে এভারকেয়ার হাসপাতালে পৌঁছান খালেদা জিয়া। তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন, নতুন কোনো অসুস্থতা বা স্বাস্থ্যের অবনতি নয়, ‘রুটিন চেকআপ’-এর জন্য বিএনপি নেত্রীকে হাসপাতালে আনা হয়েছে।

প্রসঙ্গত, সবশেষ ২০২২ সালের ২৮ আগস্ট স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে গেছিলেন সাবেক প্রধানমন্ত্রী।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102