সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নিউইয়র্কে বাংলাদেশ রেমিট্যান্স মেলা অনুষ্ঠিত বোদা উপজেলা বিএনপির সম্মেলনে আব্দুল মান্নান সভাপতি ও আসাদুল্লাহ আসাদ সম্পাদক নির্বাচিত ওয়ার্ল্ড জার্নালিস্টস ক্লাব এর স্বাধীনতা সম্মননা-২০২৫ প্রদান অনুষ্ঠিত বাংলাবান্ধা জিরো পয়েন্টে জাতীয় পতাকা স্ট্যান্ডের ভিত্তিপ্রস্তর স্থাপিত মাধবপুরে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪ পঞ্চগড়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা নবিজুল ইসলাম সমাহিত বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সরকার কাজ করছে- পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ওয়েলস আওয়ামী লীগের উদ্দ্যোগে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপিত পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের যা করার দরকার তা আমরা করব পার্বত্য উপদেষ্টার সাথে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ অনুষ্ঠিত

বাংলাদেশ উন্নয়নে এগিয়ে গেছে আঞ্চলিক বৈষম্য বাড়ছে: পিকেএসএফ এমডি

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২
  • ১৭১ এই পর্যন্ত দেখেছেন

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ড. নমিতা হালদার বলেছেন, বাংলাদেশ উন্নয়নে এগিয়ে গেছে এবং যাচ্ছে। কিন্তু সমাজে বৈষম্য, বিশেষ করে আঞ্চলিক বৈষম্য দিনদিন বেড়ে চলছে। এই বৈষম্য দূর করাই আমাদের কাজ।

রোববার (১৩ নভেম্বর) পিকেএসএফ দিবস উপলক্ষে ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

‘সাম্যের সাথে উন্নয়নের পথে’ স্লোগান ধারণ করে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও বার্তা প্রেরণ করেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শরিফা খান।

পিকেএসএফ এমডি বলেন, আবাসন ও নাগরিক সুবিধা খাতে ২০২১-২২ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির বাজেট বরাদ্দে দেশের ৬টি জেলাকে শতকরা প্রায় ৭৪ ভাগ এবং বাকি ৫৮টি জেলাকে মাত্র ২৬ ভাগ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। সবচেয়ে কম বরাদ্দ পাওয়া জেলাগুলোর মধ্যে ঝিনাইদহ, সাতক্ষীরা, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, দিনাজপুর ও বরগুনা ০.২০ ভাগ করে অর্থ বরাদ্দ পেয়েছে।

ড. নমিতা হালদার বলেন, কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দারিদ্র্য নিরসনের লক্ষ্যে তিন দশক আগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত হয় পিকেএসএফ। দেশের এই শীর্ষ উন্নয়ন প্রতিষ্ঠানটি আজ প্রায় ১ কোটি ৭৬ লাখ সদস্যের একটি পরিবার।

তিনি আরও বলেন, শুধু অর্থায়ন নয় বরং উদ্যোগ উন্নয়ন, দক্ষতা উন্নয়ন, ঝুঁকি নিরসন, দরিদ্র জনগোষ্ঠীর আবাসন, স্বাস্থ্য, শিক্ষা, সুপেয় পানি, কৃষি এবং জলবায়ুর অভিঘাত সবকিছু মাথায় নিয়েই বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে পিকেএসএফ। পিকেএসএফ এর বিস্তৃত বৈচিত্র্যময় কার্যক্রমের সাথে সম্পৃক্ত রয়েছে ১.৭৬ কোটির অধিক পরিবার। অর্থাৎ দেশের প্রায় এক-তৃতীয়াংশ জনগোষ্ঠী। এসব অন্তর্ভুক্তিমূলক কর্মসূচিতে নারীর অংশগ্রহণ ৯০ ভাগেরও অধিক।

সভাপতির বক্তব্যে পিকেএসএফ এর চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, শুধুমাত্র অর্থনৈতিক উন্নয়ন নয়, প্রতিটি মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করা পিকেএসএফের মূল লক্ষ্য। পিকেএসএফ এর উন্নয়ন ধারণার মূলে রয়েছে অন্তর্ভুক্তিমূলক, অংশগ্রহণমূলক ও সমতাভিত্তিক উন্নয়ন।

অনুষ্ঠানে পিকেএসএফ-এর সাবেক চেয়ারম্যান এম সাইদুজ্জামান ও ড. মোহাম্মদ ফরাসউদ্দিন এবং সাবেক ব্যবস্থাপনা পরিচালক বদিউর রহমান, ড. মো. আবদুল করিম ও মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ স্মৃতিচারণমূলক বক্তব্য প্রদান করেন।

উল্লেখ্য, ১৯৮৯ সালের ১৩ নভেম্বর পিকেএসএফ প্রতিষ্ঠার প্রস্তাবনা তৎকালীন মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক অনুমোদনের মাধ্যমে দারিদ্র্য বিমোচনের উদ্দেশ্যে বিশেষায়িত এই প্রতিষ্ঠান জন্ম লাভ করে। ১৯৯০ সালে প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102