শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০৯:২৫ পূর্বাহ্ন

হবিগঞ্জে

পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় ফাঁস দিয়ে আত্মহত্যা

হবিগঞ্জ সংবাদদাতা
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ৮ এই পর্যন্ত দেখেছেন
হবিগঞ্জ জেলার মাধবপুরে এসএসসি পরীক্ষায় ফেল করায় প্রীতি আক্তার (১৬) নামের এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে ফলাফল প্রকাশের পর পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি জেনে নিজ বাড়ির পেছনের বারান্দায় গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সে।
প্রীতি আক্তার উপজেলার আদাঐর ইউনিয়নের নজরপুর গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমের মেয়ে। সে এ বছর গোবিন্দপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়।
পরিবারের সদস্যরা জানান, ফলাফল জানার পর থেকেই প্রীতি চুপচাপ ছিল। হঠাৎ তাকে খুঁজে না পেয়ে বাড়ির বারান্দায় ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্বজনরা। পরে মাধবপুর থানায় খবর দেওয়া হয়।
মাধবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কবির হোসেন জানান , পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে।এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102