শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০৯:২৭ পূর্বাহ্ন

নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

এম এ আহমদ আজাদ
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ২৫ এই পর্যন্ত দেখেছেন

বুধবার (২ জুলাই) দুপুরে ঢাকা সিলেট মহাসড়কে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের মডেলের বাজারের সামনে দ্রুতগামী মাইক্রোবাস ও একটি ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে হয়েছে।

এতে ঘটনাস্থলেই মাইক্রোর চালকসহ ২ জন নিহত ও ৪জন আহত হয়েছেন। এ সময় ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় আধঘন্টা যানচলাচল বন্ধ থাকে। খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের উদ্ধার করে যানচলাচল স্বাভাবিক করে।

জানাযায় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি প্রাইভেট মাইক্রোবাস ও সিলেট থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ বাঁধে এতে ঘটনাস্থলেই মাইক্রোর চালক সিলেটের এয়ারপোট থানার বড় বাজার আবাসিক এলাকার সুলেমান বক্স এর ছেলে আবু বক্স নাইম (৩৫) ও যাত্রী পাবনা জেলা সদরের কাশিপুর গ্রামের কিয়াম উদ্দিনের স্ত্রী আনোয়ারা বেগম (৬৫) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৪জন। আহতদের চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজে হাসপাতাল পাঠানো হয়েছে।

এ ব্যাপারে শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু তাহের দেওয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102