রবিবার (৭ জুলাই) বৃষ্টলের স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে প্রবাসী বিশ্বনাথবাসী সহ অন্যান্য এলাকার বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিথিতে বৃষ্টল বিশ্বনাথ ওয়েলফেয়ার ট্রাস্ট এর ঈদ পুনর্মিলনী ও নতুন কমিটির অভিষেক সম্পন্ন হয়েছে।
সংগঠনের নবনির্বাচিত সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক কাইয়ুম খান এর সঞ্চালনায় ও ট্রেজারার মকবুল আলীর সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি লর্ড লুইটেনেন্ট উইনশেয়ার মকররম আলী আফরোজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিএসসি ট্রেজারার ছালেহ আহমদ, বীর মুক্তিযোদ্ধা রেজাউল হক চৌধুরী রুকু, শেখ তাহির উল্লাহ, সাবেক কাউন্সিলর আয়াছ মিয়া, আজম খান প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মাওলানা মুফতি মোহাম্মাদ ইকরাম উদ্দিন ও নব গঠিত কমিটির নেতৃবৃন্দের পরিচয় করিয়ে দেন সহ্য সাবেক সভাপতি হাবিবুর রহমান। দোয়া পরিচালনা করেন মাওলানা আজিজুর রহমান।
বক্তারা তাদের বক্তব্যে বলেন এসব সামাজিক সংগঠনের মাধ্যমে চ্যারিটির কাজ করা হচ্ছে যাদের মাধ্যমে সমাজের অবহেলিত জনগোষ্ঠী উপকৃত হচ্ছে। বিশ্বনাথ ওয়েলফেয়ার এর সমাজসেবা মুলক কর্মকান্ড নবগঠিত কমিটির মাধ্যমে আরো এগিয়ে যাবে এই প্রত্যাশা করেন অতিথিবৃন্দ সহ উপস্থিত সকল সদস্য বৃন্দ।
নব নির্বাচিত কমিটির এডভাইজর মোহাম্মাদ তৌরিস আলী, মবশ্বির আলী, সিপার খান, মোশাহিদ আলী।
সভাপতি আব্দুল হামিদ, সহ সভাপতি চমক আলী, মোঃ আরাফাত আলী রাজু, মোঃ মতচ্চিন আলী।
সাধারণ সম্পাদক কাইয়ুম খান, যুগ্ম সম্পাদক জাহেদুর রহমান।ট্রেজারার মোঃ মকবুল আলী, এসিসটেন্ট ট্রেজারার এ এম ইলিয়াস হোসেন। অর্গানাইজিং সেক্রেটারি মোঃ আব্দুর রহমান, এসিসটেন্ট অর্গানাইজিং সেক্রেটারি মোঃ তুহিন আহমদ। প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারি মোঃ হুমায়ুন খান, এসিসটেন্ট প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারি মোবারক আলী॥ কালচারাল সেক্রেটারি মোঃ তাজুল ইসলাম। স্পোর্টস সেক্রেটারি মোঃ রফিক আলী, এসিসটেন্ট স্পোর্টস সেক্রেটারি মোঃ জুনেদ আহমদ, সদস্য মোঃ হাবিবুর রহমান, মোঃ কবির আলী, মোঃ আশিকুল ইসলাম, আব্দুল কাইয়ুম, মোঃ আমিনুল হক, আনিছ আলী প্রমুখ।