মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার কাকিয়াছড়া চা বাগানের একটি বৃক্ষের সাথে গলায় বেল্ট বাঁধা অবস্থায় হৃদয় আহমেদ ইয়াছিন (১৯) নামে এক কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্বার করেছে পুলিশ।
সোমবার (৭ জুলাই) সকালে কালিঘাট ইউনিয়নের কাকিয়াছড়া চা বাগানের ১ নম্বর সেকশন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত হৃদয় উপজেলার শ্রীমঙ্গল ইউনিয়নের শাহীবাগ এলাকার মো. লিটন মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকাল ৮টার দিকে চা-বাগানের চৌকিদাররা ফুলছড়া ও কাকিয়াছড়া চা বাগানের সীমান্ত এলাকায় কাকিয়াছড়া চা বাগানের ১ নম্বর সেকশনের ভেতরে একটি গাছের সঙ্গে গলায় বেল্ট দিয়ে বাঁধা অবস্থায় মৃত একজনকে পড়ে থাকতে দেখে শ্রীমঙ্গল থানা পুলিশকে জানায়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক (এসআই) অলক বিহারী গুন বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই এক যুবককে বেল্ট দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। তার হাতের কিছু জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। তবে আঘাতগুলো রক্তাক্ত আঘাত নয়, লীলাফোলা জখম। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি শ্বাসরুদ্ধ করে তাকে হত্যা করা হতে পারে। নিহতের মূল বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায়। মায়ের সাথে নিহত হৃদয় শহরতলীর শাহীবাগ আবাসিক এলাকায় একটি ভাড়াটিয়া বাসায় বসবাস করতেন।’
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ‘আমরা মরদেহটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।’