স্টাফ রিপোর্টার: রোববার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে আগামী কয়েদিনে তাপমাত্রা বাড়তে পারে। সেইসঙ্গে বাড়তে পারে গরম।
এছাড়া আজ সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। দেশে সর্বোচ্চ তাপমাত্রা সিলেটে ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
পূর্বাভাস অনুযায়ী, আজ ঢাকায় বাতাসের গতি উত্তর-পশ্চিম/ উত্তর দিক থেকে ঘণ্টায় ৬-১২ কিলোমিটার।
ঢাকায় আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৬ টা ৭ মিনিটে। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৬ টা ৯ মিনিটে।
পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।