মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
কর্মবীর মাওলানা আব্দুর রহমান সিংকাপনী গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত ‘শুধু প্রিয়ংবদার জন্য’ কাব্য গ্রন্থের পর্যালোচনা পক্ষপাতদুষ্ট ও অস্বচ্ছ বিচার প্রক্রিয়া আইনের শাসনকে ব্যাহত করবে লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট এর চার্টার এনিভার্সারি উদযাপিত বিজিবি কতৃক ৬ টি ভারতীয় গরু উদ্ধার ক্বারি নুরুল ইসলাম প্রেসিডেন্ট ও কামরুল ইসলাম সেক্রেটারি নির্বাচিত ব্যবসায়ীদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ অনুষ্ঠিত নবাগত জেলা প্রশাসকের সাথে সুধীজনের মতবিনিময় অনুষ্ঠিত শেখ হাসিনার বিরুদ্ধে প্রহসন মুলক রায়ের প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত গ্রেটার সিলেট কমিউনিটি নর্থ ওয়েস্ট রিজিয়ন কমিটির অভিষেক অনুষ্ঠিত

পানিফলের পায়েস

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
  • ১৯১ এই পর্যন্ত দেখেছেন

ইউকেবিডি ডেস্ক: তেল-ঝাল-মশলা জাতীয় খাবার একেবারেই এড়িয়ে চলা উচিত। শরীর ভিতর থেকে ঠান্ডা থাকবে এমন কোনও খাবার খাওয়া প্রয়োজন। এই সময়ে শরীরে পানির পরিমাণ হ্রাস পায়। তাই জল জাতীয় ফল বা খাবার খাদ্যতালিকাতে রাখা জরুরি। পানি জাতীয় ফল বলতেই উঠে আসে পানিফলের কথা। তবে শুধু স্বাস্থ্য নয়। খেয়াল রাখতে হবে স্বাদেরও। স্বাদ ও স্বাস্থ্যের মেলবন্ধন ঘটাতে বানাতে পারেন পানিফলের পায়েস। 

উপকরণ

পানিফল- ২৫০ গ্রাম

দুধ- ৫০০ গ্রাম

চিনি- এক কাপ

কিশমিশ- ৫টি

কাজু- ৭টি

খোয়া ক্ষীর- ১০০ গ্রাম

গুঁড়ো দুধ- চার টেবিল চামচ

ঘি- পাঁচ টেবিল চামচ

প্রণালী

প্রথমে পানিফলগুলিকে ধুয়ে মিহি করে বেটে নিন।

এ বার কড়াইয়ে ঘি দিয়ে তাতে কিশমিশ আর চিনি ভাল করে নেড়ে নিন।

চিনি গলে এলে তাতে পানিফল বাটা মিশিয়ে কিছু ক্ষণ নাড়াচাড়া করার পর গুঁড়ো দুধ দিয়ে আঁচ কমিয়ে হালকা হাতে নাড়তে থাকুন।

অল্প সময় পর তরল দুধ কড়াইয়ে ঢেলে দিন। খেয়াল রাখবেন যাতে তলা ধরে না যায়। তার জন্য বার বার করে দুধ নাড়তে থাকুন।

নাড়তে নাড়তে দুধ ঘন হয়ে এলে খোয়া ক্ষীর ও চিনি মিশিয়ে নামিয়ে নিন।

পায়েস সব সময়ে ঠান্ডা খেতেই ভাল লাগে। তাই কড়াই থেকে স্বাভাবিক তাপমাত্রায় এনে কয়েক ঘণ্টার জন্য ফ্রিজে তুলে রাখুন। খাওয়ার সময়ে ফ্রিজ থেকে বার করে উপর দিয়ে ভাঙা কাজুবাদাম ছড়িয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন পানিফলের পায়েস।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102