কাওছারুল আলম রিটন:বাংলাদেশের আকাশে কোথাও পবিএ শাওয়াল মাসের চাঁদ দেখা যায় নি, সেই হিসাবে মাহে রমজান বৃহসপতিবার শেষ হবে, ঈদ ঊল ফিতর শুকরোবার উদযাপিত হবে, ঈদের যামাত মসজিদে হবে, মৌলভীবাজার শহরে অনেক মসজিদে দুইটি করে জামাত অনুষটিত হবে, শহরের বি টি সি এল জামে মসজিদের ইমাম ও খতিব জানান, সকাল 6.30 মিনিট ও সকাল 7.30 মিনিটে দুইটি জামাত অনুষটিত হবে।সবাইকে ঈদ ঊল ফিতরের শুভেচছা।