

স্টাফ রিপোর্টার:মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্তদের সহায়তা এবং ভূমি ও গৃহহীনদের ঘর নির্মাণের জন্য ব্যক্তিগত উদ্যোগে ১০ কোটি টাকা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট’ এর পক্ষ থেকে এ টাকা দেন তিনি।আজ রোববার প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ে থেকে এ তথ্য জানানো হয়েছে।প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, করোনায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তার জন্য ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট’ এর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ কোটি টাকা প্রদান করেছেন।এছাড়া এই ট্রাস্টের পক্ষ থেকে ভূমিহীন ও গৃহহীনদের পুনর্বাসনের জন্য ‘আশ্রয়ণ প্রকল্প’কে আরো ৫ কোটি টাকা দিয়েছেন প্রধানমন্ত্রী। ব্যক্তিগত উদ্যোগে বঙ্গবন্ধুকন্যা এই ১০ কোটি টাকা প্রদান করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাজের বিত্তশালী মানুষকে দরিদ্র ও দুস্থ মানুষদের সহায়তায় এভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বলেও প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়।