শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১১:৩০ অপরাহ্ন

সরকারের গাফিলতিতে ইভ্যালি ও ই-অরেঞ্জ টাকা লুট করেছে: রুমিন ফারহান

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১
  • ২০৪ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: সকারের গাফিলতির জন্য ইভ্যালি ও ই-অরেঞ্জের মতো প্রতিষ্ঠান ব্যবসার নামে প্রতারণা করে হাজার কোটি টাকা লুট করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। 

বৃহস্পতিবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এই অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, সরকারের গাফিলতির জন্য ইভ্যালি ও ই-অরেঞ্জের মতো প্রতিষ্ঠান ব্যবসার নামে প্রতারণা করে হাজার কোটি টাকা লুট করেছে। টাকা দিয়ে যারা প্রতারিত হয়েছেন সরকারকে তাদের টাকা ফিরিয়ে দিতে হবে। ওই সব প্রতিষ্ঠান থেকে পরে সরকার টাকা আদায় করবে।

রুমিন ফারহানা বলেন, ইভ্যালি ও ই-অরেঞ্জসহ অনেকে ই-কমার্স ব্যবসা শুরু করার সময়ই বোঝা গিয়েছিল তারা প্রতারণা করবে। তারা অর্ধেক দামে পণ্য বিক্রির অফার দিয়েছিল। প্রচুর মানুষ বিনিয়োগ করেছে। হাজার কোটি টাকা নিয়ে এখন তারা পণ্য দিচ্ছে না। মানুষকে শুধু দোষ দিলে হবে না। কারণ এই প্রতিষ্ঠানগুলো গোপনে ব্যবসা করেনি।

তিনি আরও যোগ করেন, যে পরিামণ বিজ্ঞাপন দিয়ে তারা ব্যবসা করেছে তাতে সরকারের নীতিনির্ধারকদের এটি না জানার কথা নয়। তারা ক্রিকেট দলের স্পনসরও হয়েছিল।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102