

ইউকেবিডি ডেস্ক: নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ে টাইগারদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জয়ের এ ধারাবাহিকতা বজায় থাকবে বলেও প্রত্যাশা করেন তিনি।
বুধবার (৮ সেপ্টেম্বর) বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান বিএনপির মহাসচিবের অভিনন্দনের এ তথ্য জানান।
শায়রুল বলেন, নিউজিল্যান্ড ক্রিকেট দলের সাথে বাংলাদেশ প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়লাভ করেছে। এ জয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর টাইগারদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। অভিনন্দন জানিয়ে বলেছেন, এ সিরিজ জয়ের মধ্যে দিয়ে আশা করি বাংলাদেশের ক্রিকেট টিম জয়ের ধারাবাহিকতা বজায় রাখবে।