শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম :
পানিউমদা বাজারে অগ্নিকাণ্ডে ব‍্যাপক ক্ষয় ক্ষতি ঢাকায় আন্তর্জাতিক বিজনেস নেটওয়ার্কিং ডিনার অনুষ্ঠিত সিলেট-৬ আসনে বিএনপি প্রার্থীর প্রচারণায় জমিয়ত নেতৃবৃন্দ শিক্ষার পাশাপাশি খেলাধুলা মানসিক বিকাশে সহায়ক গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র উদ্দোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ঢাকায় ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো লন্ডনে এইডেড হাই স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত ৭১-এর অপরাধের দায় জামায়াত এড়াতে পারে না— মির্জা ফখরুল সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উন্নয়ন বিষয়ক বৈঠক অনুষ্ঠিত সংসদ নির্বাচন উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনু‌ষ্ঠিত

লেবার পার্টি ব্রিস্টল ইস্ট এর সমাবেশে নেতৃবৃন্দ

কমিউনিটির সেবায় লেবার পার্টি প্রতিশ্রুতিবদ্ধ

সাউথ ওয়েস্ট সংবাদদাতা
  • খবর আপডেট সময় : শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫
  • ৯৯ এই পর্যন্ত দেখেছেন

লেবার পার্টি ব্রিস্টল ইস্ট এর সমাবেশে নেতৃবৃন্দ বলেছেন কমিউনিটির সেবায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ। ব্রিস্টল ইস্ট লেবার পার্টি শুধু নির্বাচনী প্রচারণার সময়ই উপস্থিত থাকে না; আমরা প্রতিদিন কমিউনিটির সেবায় এখানেআছি, আপনার উদ্বেগগুলি সমাধান করতে এবং আপনার জীবনকে উন্নত করতে আমরা অক্লান্ত পরিশ্রম করছি।

সমাজ প্রতি আমাদের প্রতিশ্রুতি ছাড়িয়ে যায়আমরা সক্রিয়ভাবে সমস্যা সমাধানে নিযুক্ত আছি এবংযখনই আপনাদের কোন প্রয়োজন আছে আমরা আপনাকে সাহায্য করতে প্রস্তুত আছি। আপনি যদি আবাসননিয়ে চ্যালেঞ্জের সম্মুখীন হন, স্থানীয় কাউন্সিল বা ব্রিস্টল সিটি কাউন্সিলের সাহায্যের প্রয়োজন হয়, অথবা আপনার স্থানীয় এমপি কেরি ম্যাকার্থির সাথে কোনো বিষয়ে আলোচনা করতে চান, আমরা সাহায্য করতে আপনাদের পাশে আছি।

অভিবাসন, আবাসন, স্কুলিং, বা পুলিশসম্পর্কিত সমস্যা যাই হোক না কেন, আমাদের দল নির্দেশিকা এবংসহায়তা প্রদানের জন্য প্রস্তুত রয়েছে ও কাজ করছে। আমরা আপনার নিরাপত্তা নিশ্চিত করতে এবং পুলিশিংসংক্রান্ত যেকোনো উদ্বেগের সমাধান করতে পুলিশ কমিশনার ক্লেয়ার মুডির সাথে ঘনিষ্ঠ যোগাযোগ বজায়রাখি।

ব্রিস্টল ইস্টের লেবার পার্টি প্রতিটি পদক্ষেপে আমাদের সম্প্রদায়ের পাশে দাঁড়ানোর জন্য নিবেদিত। আপনারকণ্ঠস্বর শোনা যায়, আপনার চাহিদা পূরণ হয় এবং আপনার অধিকার সুরক্ষিত হয় তা নিশ্চিত করতে আমরাদিনরাত কাজ করি। একসাথে, আমরা একটি শক্তিশালী, সুন্দর, এবং আরও অন্তর্ভুক্ত ব্রিস্টল ইস্ট তৈরি করতেপারি।

যে কোন সহায়তার জন্য বা কোনো সমস্যা নিয়ে আলোচনা করতে, অনুগ্রহ করে আমাদের নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করতে দ্বিধা করবেন না। আমরা এখানে আপনার সহযোগিতার জন্য সবসময় আপনাদের পাশে আছি।

ব্রিস্টল ইস্ট লেবার পার্টির চেয়ার নিকোলা বিচ এর সভাপতিত্বে ও সেক্রেটারি হ্যারি বার্নেট এর পরিচালনায় অন‍্যান‍্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভিসি সদস্য চেরিল ওয়ার্নার, ভিসি প্রচারণা স্যালি বোম্যান, কোষাধ্যক্ষনিকি বোম্যান, মহিলা অফিসার ক্যারোলিন ম্যাগসন, বিএএমই কর্মকর্তা মোহাম্মদ খায়রুল আলম লিংকন, প্রতিবন্ধী কর্মকর্তা এরিকা ওয়াইল্ডগুজ ওয়েট, যোগাযোগ এবং সামাজিক মিডিয়া জেমস অস্টিন, পলিসিঅফিসার নোয়েল হেলিওয়েল, কমিউনিটি ইনভলভমেন্ট কোঅর্ডিনেটর বাশারত আলী, শাখা প্রতিনিধি সেন্ট জর্জ বেকি ব্রকলব্যাঙ্ক, নলে জন ওয়েলিংটন, ব্রিসলিংটন টিম রিপিংটন, কাউন্সিলর ফাবিয়ান সহ এক্সিকিউটিভ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ ও সাধারণ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন প্রমুখ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102