শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
মাধবপুরে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪ পঞ্চগড়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা নবিজুল ইসলাম সমাহিত বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সরকার কাজ করছে- পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ওয়েলস আওয়ামী লীগের উদ্দ্যোগে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপিত পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের যা করার দরকার তা আমরা করব পার্বত্য উপদেষ্টার সাথে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ অনুষ্ঠিত পুলিশের মাসিক কল্যাণ সভায় শ্রেষ্ঠ থানা শ্রীমঙ্গল উদীচী শিল্পীগোষ্ঠীর উদ্যোগে পালিত হলো বাংলা নববর্ষ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্যান্যদের বিরদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত বাংলাদেশ দূতাবাস ব্রাসিলিয়ায় বাংলা নববর্ষ উদযাপিত

ছাতক পৌরসভা প্রিমিয়ার ক্রিকেট লীগ সম্পন্ন

সেলিম মাহবুব,ছাতক
  • খবর আপডেট সময় : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ৭৯ এই পর্যন্ত দেখেছেন
ছাতকে কার্নিভাল ইন্টারনেট প্রেজেন্ট পৌরসভা প্রিমিয়ার ক্রিকেট লীগ-২৪ইং সিজন”৩”র ফাইনাল খেলা ছাতক উপজেলা মিনি স্টেডিয়ামে অনুষ্টিত হয়েছে।
ফাইনালে বেঙ্গল টাইগার্স ছাতক বনাম এলিভ্যান স্টার ছাতকের মধ্য বিকেল ২ ঘটিকায় শুরু হয়। ফাইনালে ইলিভ্যান স্টার ছাতক টসে জয়লাভ করে ব্যাটিং নেয় ও ফিল্ডিং আমন্ত্রন জানায় বেঙ্গল টাইগার্স ছাতককে। ব্যাটিংএ এলিভেন স্টার ছাতক ২২০ রান করে বেঙ্গল টাইগার্স ছাতককে ২২১ রানের টার্গেট দেয়। প্রথমে ব্যাট করতে নেমে এলিভেন স্টার ছাতক ২২০ রান সগ্রহ করে বেঙ্গল টাইগার্স ছাতককে ২২১ রান করতে গিয়ে ১৪ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৩৯ রান সগ্রহ করে পরাজিত হয়। ফাইনাল খেলা শেষে পুরুস্কার বিতরণ করা হয়।
সাংবাদিক ও ধারা ভাষ্যকার সেলিম মাহবুবের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পুরুস্কার তুলে দেন ছাতক উপজেলা ক্রিড়া সংস্হার সাধারণ সম্পাদক সৈয়দ মোঃ লাল মিয়া, কার্নিভাল ইন্টারনেটের পরিচালক, দৈনিক সিলেট ২৪ লাইভ ডট কমের সম্পাদক ও প্রকাশক মাহমুদুল করিম নেওয়াজ, ব্যবসায়ী তজ্জুমুল আলী।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আমেরিকা প্রবাসী মুছা আহমেদ রমী, জহির উদ্দিন দিনান, মামুন আহমদ, রাজন, তোয়া, সাগর, রাকিব, সেবুল, রাহেল, রিফাত, ইয়ামান, প্রিন্স, শুভ, রকিসহ কৃতি নবীন ক্রিকেটারবৃন্দ প্রমুখ।
ফাইনালে চ্যাম্পিয়ন এলিভ্যান স্টারের টিম ম্যানেজার শরীফ আহমদ চৌধুরী ও অধিনায়ক সেবুলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি এবং নগদ ১০ হাজার টাকা তুলে দেন পুরুস্কার দাতা মাহমুদুল করিম নেওয়াজ। ফাইনালে রানার্সআপ বেঙ্গল  টাইগার্সের টিম ম্যানেজার জহির উদ্দিন দিনান, মামুন আহমদ ও অধিনায়ক তোফায়েলের হাতে ট্রফি এবং নগদ ৭ হাজার টাকা পুরুস্কার দাতা নোমান ইমদাদ কাননের পক্ষে তুলে দেন রমী ও সানী। ফাইনালে ম্যান অব দ্যা ম্যাচ এলিভ্যান স্টারের সোহান আহমদ।
টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন মিলিটারি ছাতকের সানি, সেরা বোলার বেঙ্গল টাইগার্সের তোফায়েল, সেরা খেলোয়ার এলিভ্যান স্টারের রাতুল আহমেদ। ফাইনালে ১০২ রান করে অপরাজিত ছিলেন বেঙ্গল টাইগার্সের মামুন আহমদ। ফাইনাল খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন ক্রিকেটার রাব্বি ও হ্নদয়। স্কোর বোর্ডে দায়িত্ব পালন করেন রানা আহমদ এবং মাশরুর।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102