রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৩:০৮ পূর্বাহ্ন

আফগানিস্তানকে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা

স্পোর্টস ডেস্ক
  • খবর আপডেট সময় : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ১৫ এই পর্যন্ত দেখেছেন

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে উড়ন্ত সূচনা পেয়েছে বাংলাদেশ। আসরে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৪৫ রানে হারিয়ে দিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল আফগানিস্তান। ব্যাটিংয়ে নেমে শুরুতেই ওপেনার জাওয়াদ আবরারকে (০) হারায় বাংলাদেশ। তবে দ্বিতীয় উইকেটে ১৪২ রানের জুটি গড়ে সে ধাক্কা সামাল দিয়ে বাংলাদেশকে লড়াকু স্কোরের পথে এগিয়ে দেন অন্য ওপেনার কালাম সিদ্দিকী ও তিনে নামা অধিনায়ক আজিজুল হাকিম।

এই দুই তরুণের ব্যাটেই শেষ পর্যন্ত লড়াইয়ের পুঁজি পায় বাংলাদেশ। নুরিস্তানি ওমরজাইয়ের বলে সাজঘরের ফেরার আগে ১০৩ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন আজিজুল। অন্যদিকে গাজানফারের বলে বোল্ড হয়ে ফেরার আগে ৬৬ রান করেন কালাম। দলের অন্য ব্যাটাররা তেমন কিছু করতে না পারলেও তাদের বদৌলতেই শেষ পর্যন্ত ৫০ ওভারে ৯ উইকেটে ২২৮ রান পর্যন্ত পৌঁছায় বাংলাদেশ। আফগানিস্তানের পক্ষে সর্বোচ্চ দুটি করে উইকেট পান আবদুল আজিজ, নুরিস্তানি ও খাতির স্টানিকজাই।

২২৯ রান তাড়া করতে নেমে শুরুটা মন্দ হয়নি আফগানিস্তানের। ফয়সাল খান আহমেদজাইয়ের ফিফটি (৫৩) এবং নাসের খান মারুফখিলের ত্রিশোর্ধ্ব ইনিংস (৩৪) দুটিতে কক্ষপথেই ছিল তারা। কিন্তু দলীয় ১৫০ রান পেরোতেই খেই হারায় আফগানরা। ১৫৯ রানে পঞ্চম উইকেট হারানোর পর চোখের পলকেই শেষ হয়ে যায় তাদের ইনিংস।

আল ফাহাদ এবং ইকবাল হোসেন ইমনের দুর্দান্ত বোলিংয়ে শেষ পর্যন্ত ১৮৩ রানে গুটিয়ে যায় আফগানরা। এই দুই বোলার সমান তিনটি করে উইকেট শিকার করেন। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বাংলাদেশের যুবাদের পরের ম্যাচ ১ ডিসেম্বর, নেপালের বিপক্ষে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102