ইসকন নিষিদ্ধের দাবিতে হবিগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন মুসল্লিরা। শুক্রবার জুম্মার নামাজ শেষে চৌধুরী বাজার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের হয়। এসময় বিভিন্ন মসজিদ থেকে খন্ড খন্ড মিছিল যোগ দিয়ে কোর্ট মসজিদের সামনে সমাবেশ করেন তারা ।
সমাবেশে বক্তব্য রাখেন আহলে সুন্নত ওয়াল জামায়াতের নেতারা। এসময় তারা ইসকন বাংলাদেশে নিষিদ্ধের দাবি জানান।
এরপর দুপুর আড়াইটার দিকে নুরুল হেরা জামে মসজিদ থেকে মিছিল নিয়ে বের হন অন্যান্য মুসল্লিরা। তারা পুরো শহর প্রদক্ষিণ শেষে খোয়াই মুখ এলাকায় সমাবেশ করেন।
দুই সমাবেশেই বক্তারা চট্টগ্রাম আদালতে আইনজীবী হত্যার সুষ্ঠ বিচার ও ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধেও দাবি জানান।
এদিকে, হবিগঞ্জ শহরে জুম্মার নামাজের আগে থেকেই সরব ছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শহরের মোড়ে মোড়ে অবস্থান নেয় পুলিশ, সেনাবাহিনীর সদস্যরা। পাশাপাশি অপ্রতিকর ঘটনা এড়াতে বিভিন্ন মন্দিরের সামনে অবস্থান নেয় বিএনপির নেতাকর্মীরা।