রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০১:৪৮ পূর্বাহ্ন

৪০ বছর পর ইরাকে আদমশুমারি শুরু

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ২০ এই পর্যন্ত দেখেছেন

সাদ্দাম হোসেন ক্ষমতায় থাকাকালীন ১৯৮৭ সালে জনসংখ্যা তাত্ত্বিক তথ্য সংগ্রহের প্রথম প্রচেষ্টার প্রায় ৪০ বছর পর ইরাকে আদমশুমারি চলছে। এই কাজের জন্য দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় দুই দিনের কারফিউ ঘোষণা করেছে। বুধবার (২০ নভেম্বর) এই আদমশুমারি শুরু হয়, চলবে আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত। ১৮টি প্রদেশের সমস্ত পরিবার থেকে ১ লাখ ২০ হাজার লোক তথ্য সংগ্রহ করবে।

পরিকল্পনা মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল-জাহরা আল-হিন্দাভি বলেছেন, জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) সঙ্গে পরিচালিত এই আদমশুমারি ক্ষুদ্রতম বিবরণে হলেও ইরাকের বাস্তবতা প্রকাশ করবে। এর ফলে কর্তৃপক্ষ স্বাস্থ্য, শিক্ষা এবং আবাসন বিধানের ফাঁক-ফোকরগুলো চিহ্নিত করতে সক্ষম করবে।

ইরাক গত কয়েক দশকের বেশিরভাগ সময় যুদ্ধ-সংঘাত ও নিষেধাজ্ঞার মাঝে পড়ে বিধ্বস্ত হয়েছে। ২০০৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোট সামরিক আগ্রাসন চালিয়ে সাদ্দাম হোসেন ক্ষমতাচ্যুত করেছিল। তারপর সাম্প্রদায়িক সংগ্রাম এবং বিভিন্ন সশস্ত্র গ্রুপের উত্থান ঘটে।

আদমশুমারি ইরাকের সম্পদ বিতরণ, বাজেট বরাদ্দ এবং উন্নয়ন পরিকল্পনার জন্য গভীর প্রভাব ফেলবে বলে আশা করে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102