ফয়জুল করিম ময়ূনের হাত ধরে দীর্ঘ দিনের রাজনৈতিক মতবিরোধ ভুলে গিয়ে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ঐক্যবদ্ধ জাতীয়তাবাদী কৃষক দল মৌলভীবাজার জেলা কমিটির নেতৃবৃন্দরা।
বুধবার (১৩ নভেম্বর) দুপুরে মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন এর বাসায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজান, আব্দুর রহিম রিপন, মোঃ ফখরুল ইসলাম, মুজাহিদ খান, মনোয়ার আহমদ রহমান, মুহিতুর রহমান হেলাল, আব্দুল করিম ইমানী, মশিউর রহমান বেলাল, শাহাদাত আহমদ, সৈয়দ রিপন আলী, আনোয়ার আহমদ, নান্নু মিয়া, কাওছার আহমদ, কয়েছ আহমদ, মর্তুজা মিয়া।
জানা যায়, জেলা কৃষক দলের দীর্ঘ দুই বছর যাবত আহ্বায়ক কমিটির গঠন করা হলেও একসাথে এই কমিটি বসে কোনা সভা কর্মসূচী পালন করতে পারেনি আহ্বায়ক কমিটি গঠনের পর আহবায়ক এবং সদস্য সচিব দুই ভাগ হয়ে যায়।
কেউ কারো সাথে কথাবার্তা বলেনি ফলে সাংগঠনিক কার্যক্রম স্থবির হয়ে যায় গত ৫ নভেম্বর জেলা বিএনপির ঐক্যবদ্ধ হওয়ার পর দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বুধবার কৃষক দলের এক সভা জেলা বিএনপির আহ্বায়কের বাসায় সফলভাবে অনুষ্ঠিত হয় এবং তারা ঐক্যবদ্ধভাবে দলের কার্যক্রম চালিয়ে যাবেন বলে প্রতিশ্রুতিবদ্ধ হন।
পরে সবাই মিষ্টি মুখের মধ্য দিয়ে মতবিনিময় সভার সমাপ্তি হয়।
নিউজ /এমএসএম