শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন

সাবেক এমপি দবিরুল এর জামিন মন্জুর

ঠাকুরগাঁও সংবাদদাতা
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ১৪১ এই পর্যন্ত দেখেছেন

ঠাকুরগাঁও-২ আসনের  সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলামের বিরুদ্ধে জমি দখল ও ১০ কোটি টাকা চাঁদা দাবির মামলায় জামিন মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১২ নভেম্বর) জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবুল মনসুর মিঞা, জামিন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষেরআইনজীবী ফেরদৌস হাসান। তিনি বলেন, তারজামিন মঞ্জুর হয়েছে। এখন মুক্তি পেতে কোনো বাধানেই।

উল্লেখ্য গত ৩ অক্টোবর রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ার রামনাথ হাট এলাকার একটি বাড়ি থেকে সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলামকে গ্রেফতার করা হয়।

এর আগে ৩ সেপ্টেম্বর ঠাকুরগাঁওয়ের ব্যবসায়ী হাবিবুল ইসলাম বাবলু বাদী হয়ে ১০ কোটি টাকা চাঁদা  দাবি, জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ এনে তার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, ঠাকুরগাঁও-২ আসনের বালিয়াডাঙ্গী উপজেলায় বেশ কয়েকজনের কাছে প্রায় ৭১ একর জমি ক্রয় করেন হাবিবুল ইসলাম বাবলু নামে এক ব্যবসায়ী।পরে ওই জমিতে পতিষ্ঠানের কাজ করতে গেলে সাবেক এমপির নেতৃত্বে তার লোকজন বাঁধা দেয়।এক পর্যায়ে ৫০ একরের বেশি জমি দখল করে নেয আসামীরা।

পরবর্তিতে জমি উদ্ধারে ১০ কোটি টাকা চাঁদা দাবিকরে দবিরুল ও তার ছেলে সুজন সহ তাদেরলোকজন। টাকা না দিলে প্রাণ নাশের হুমকিও প্রদান করেন সাবেক এমপি দবিরুল সহ তার লোকজন।

ওই মামলায় ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ দবিরুলকে প্রধান আসামি করা হয়।এছাড়া দবিরুলের সহযোগী ২৭ জন আওয়ামীলীগ নেতাকর্মীকে এ মামলায় আসামি করা হয়।

দবিরুল ইসলাম ১৯৮৬ সালের নির্বাচন থেকে শুরু করে ২০১৮ সাল পর্যন্ত টানা আটবার সংসদসদস্য নির্বাচিত হয়েছেন। ২০২৪ সালে তার ছেলে আওয়ামীলীগের মনোনয়ন নিয়ে বিজয়ী হন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102