জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মৌলভীবাজার বিএনপির বিশাল বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে নতুন আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ ৮ নভেম্বর শুক্রবার বিকালে শহরের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুনের নেতৃত্বে¡ কয়েক হাজার নেতাকর্মী নিয়ে এ বিশাল বর্ণাঢ্য র্যালি বের করেন। এতে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পশ্চিমবাজার চত্বরে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়।
জেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির আহবায়ক, সাবেক সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র ফয়জুল করিম ময়ূনের সভাপতিত্বে ও সদস্য মো: ফখরুল ইসলামের সঞ্চলনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি ও কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও জেলা বিএনপির আহবায়ক কমিটির ১ম সদস্য এম নাসের রহমান। বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ভিপি মিজানুর রহমান মিজান, অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোয়াজ্জেম হোসেন মাতুক, মৌলভী ওয়ালী সিদ্দিকী, আশিক মোশারফ, পিপি এডভোকেট ড.আব্দুল মতিন চৌধুরী, জিপি এডভোকেট মামুনুর রশিদ, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এম এ মুকিত, মোশারফ হোসেন বাদশা, মো: হেলু মিয়া, মতিন বকশ, বকশী মিছবাহউর রহমান, মাহমুদুর রহমান, স্বাগত কিশোর দাস চৌধুরী, এডভোকেট বকশী জুবায়ের আহমদ, আবুল কালাম বেলাল, গাজী মারুফ আহমদ, আনিছুর রহমান বায়েছ, মাহবুব ইজদানী ইমরান, মনোয়ার আহমেদ রহমান, আব্দুর রহিম রিপন ও নাসির উদ্দিন মিঠু।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ মারুফ আহমদ, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান মজনু, জেলা বিএনপির নেতা এডভোকেট গোবিন্দ পাল, ডা: পরিতোষ দাস গুপ্ত, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মমসাদ আহমদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সারোয়ার মজুমদার ইমন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মুহিত, জেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আহমেদ আহাদ, জেলা ছাত্রদলের সভাপতি মো: রুবেল মিয়া, সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান, জেলা স্বেচ্ছাসেবক দলের ইছহাক আহমদ চৌধুরী মামমুন, যুবদলের সিরাজুল ইসলাম পিরুন, জেলা শ্রমিকদল নেতা আনোয়ার হোসেন, মৌলভীবাজার পৌর বিএনপির যুগ্ম সম্পাদক সালাম আহমদ জিতু, প্রচার রেজাউল করিম রেজা, সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক জনি আহমদ, জেলা মহিলা দলের নাসরিন পারভীন, শ্যামলী সুত্রধর, সুফিয়া আক্তার কলি প্রমুখ। র্যালিতে জেলার সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।