রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৩:০৯ পূর্বাহ্ন

মৌলভীবাজারে

বিএনপির আহ্বায়ক কমিটিকে প্রত্যাখান করে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ২৩ এই পর্যন্ত দেখেছেন

মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটিতে ত্যাগী নেতাদের স্থান না দেয়া ও অবমূল্যায়ণ করায় বিক্ষোভ করেছেন নেতাকর্মীরা।

মঙ্গলবার ৫ নভেম্বর রাতে শহরের শাহ-মোস্তফা সড়ক থেকে বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌমহনা পয়েন্টে এসে শেষ হয়।  বিক্ষোভ মিছিলে আহ্বায়ক  কমিটিকে বিতর্কিত  আখ্যায়িত করে নানা স্লোগান  দেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা।

এসময় সংক্ষিপ্ত পথ সভায় বক্তব্যে নেতৃবৃন্দ বলেন আহবায়ক কমিটিতে দলের দু:সময়ে নিবেদিত প্রাণ নেতাকর্মীদের স্থান হয়নি। যারা মিছিল মিটিংয়ে ছিলেননা আওয়ামীলীগের সাথে আতাত করে চলতেন বেশিরভাগ তারাই আহবায়ক কমিটিতে স্থান পেয়েছেন। যা তৃণমূলের নেতাকর্মীদের মনে রক্তকরণ হচ্ছে। অবিলম্বে দলের স্বার্থে এই কমিটি প্রত্যাহার করে দলের ত্যাগী ও নিবেদিত প্রাণ নেতাকর্মীদের মূল্যায়ণ করার  জন্য কেন্দ্রীয় কমিটির প্রতি জোর দাবি জানান।

বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল, শ্রমিকদলসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102