রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৪:০১ পূর্বাহ্ন

মৌলভীবাজার জেলা বিএনপি’র আহ্বায়ক মো.ফয়জুল করিম ময়ূন

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ৭৭ এই পর্যন্ত দেখেছেন

মৌলভীবাজার জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র মো ফয়জুল করিম ময়ূনকে আহবায়ক করে ৩২ সদস্য কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি।

সোমবার সন্ধ্যায় গণমাধ্যমে প্রেরিত বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত দলীয় প্যাডে মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটির সদস্যরা হলেন সাবেক এমপি ও জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান, মোয়াজ্জম হোসেন মাতুক, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, আব্দুর রহিম রিপন, মোশারফ হোসেন বাদশা, অ্যাডভোকেট আবেদ রাজা, হাজী মুজিবুর রহমান, আব্দুল ওয়ালি সিদ্দিকী, নাছির উদ্দিন মিঠু,আশিক মোশারফ, আব্দুল মুকিত, ফখরুল ইসলাম, মুহিতুর রহমান হেলাল, আব্দুল হাফিজ, মাহমুদুর রহমান, হেলু মিয়া, মনোয়ার আহমেদ রহমান, বকশী মিছবাউর রহমান, মতিন বক্স,মাহবুব ইজাদানী ইমরান, বকসী জুবায়ের আহমেদ,আবুল কালাম বেলাল,জিতু মিয়া,স্বাগত কিশোর দাস চৌধুরী, গাজী মারুফ আহমেদ,  আব্দুল হক, দুরুদ আহম্মদ,আশরাফুজ্জামান খান নাহাজ, সেলিম মোহাম্মদ সালাউদ্দিন, আনিসুজ্জামান বায়েস, মহসিন মিয়া মধু।

তবে আহবায়ক কমিটির তালিকা প্রকাশ হওয়ার পর জেলা জুড়ে নেতাকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। আহবায়ক কমিটি নিয়ে নানা মন্তব্য ও আলোচনা সমালোচনা করছেন তৃণমূলের নেতাকর্মীরা।

নিউজ /এমএসএম

 

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102