শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন

যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ

আ,লীগ নেতারা লন্ডন পালিয়ে গিয়েও সাহস করে রাস্তায় বের হতে পারেনি

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ১২৩ এই পর্যন্ত দেখেছেন

যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ বলেছেন যখন ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে তখন বৃহত্তর সিলেট জেলার আওয়ামী লীগের নামধারী নেতারা লন্ডন পালিয়ে যায়। লন্ডনে গিয়েও তারা সাহস করে রাস্তায় বের হতে পারেনি। বের হলে মানুষ তাদের ধাওয়া দেয়।

গত বৃহস্পতিবার ২৪ অক্টোবর রাতে মৌলভীবাজার শহরের বেঙ্গল কনভেনশন হলে জাতীয়তাবাদী পরিবার মৌলভীবাজার জেলা কর্তৃক আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্ধৃতি দিয়ে আরও বলেন ছাত্র-জনতার আন্দোলনে যে বিজয় হয়েছে এটি সাময়িক বিজয়। তিনি অন্তর্বতীকালীন সরকারকে স্বল্প সময়ের মধ্যে ভোটের ব্যবস্থা করে গণতান্ত্রিক সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের কথা বলেন। নির্বাচন হয়ার আগ পর্যন্ত সর্তকতার সহিত বিএনপি নেতাকর্মীরা আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে হবে।

মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমানে সভাপতিত্ব ও জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক স্বাগত কিশোর চৌধুরী ও জেলা ছাত্রদলের সভাপতি রুবেল আহমেদের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপি সিনিয়র সদস্য মোশারফ হোসেন বাদশা, সুনামগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল, ইংল্যান্ড বিএনপির যুগ্ম সম্পাদক সুজাত রেজা চৌধুরী, রাজশাহী বিএনপির নেতা নুরুজ্জামান খান, যুগ্ম সম্পাদক ফখরুল ইসলাম বাদল, সুনামগঞ্জ বিএনপির উপদেষ্টা এডভোকেট তাহের চৌধুরী পাবেল, ইংল্যন্ড বিএনপির যুগ্ম সম্পাদক ফেরদৌস আলম, বিএনপি নেতা গিয়াস উদ্দিন আহমেদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিন বকস, ইষ্ট লন্ডন বিএনপির সাধারণ সম্পাদক এসএম লিটন, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট বকশি জুবায়ের আহমেদ, মৌলভীবাজার জেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক মুহিতুর রহমান হেলাল, পৌর বিএনপির সদস্য সচিব মনোয়ার আহমেদ রহমান, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলে সাধারণ সম্পাদক আবুল হোসেন, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলে সভাপতি ইকবাল হোসেন, মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ আহাদ, কাউন্সিলর আনিছুজ্জামান বায়েস, যুবদল নেতা এ এম নিশাদ সহ অন্যন্যরা।

এছাড়া যুক্তরাজ্য সফরসঙ্গি হিসেবে উপস্থিত ছিলেন, তাজুল ইসলাম সহ সভাপতি যুক্তরাজ্য বিএনপি, মিসবাহুজ্জামান সোহেল যুগ্ম সাধারণ সম্পাদক যুক্তরাজ্য বিএনপি, সুজাতুর রেজা যুগ্ম সাধারণ সম্পাদক যুক্তরাজ্য বিএনপি, ডঃ মুজিবুর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত)যুক্তরাজ্য বিএনপি, বাবুল চৌধুরী সহ সাধারণ সম্পাদক যুক্তরাজ্য বিএনপি, নাজিমুল ইসলাম লিটন সহ সাধারণ সম্পাদক যুক্তরাজ্য বিএনপি,

ফেরদৌস আলম সহ সাধারণ সম্পাদক যুক্তরাজ্য বিএনপি, আবুল হোসেন সাধারণ সম্পাদক যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দল, মুহাম্মদ সালেহ গজনবি অর্থ সম্পাদক যুক্তরাজ্য বিএনপি, রাজু আহমদ সহ সাংগঠনিক সম্পাদক যুক্তরাজ্য বিএনপি, সৈয়দ মুসাদ্দিক আহমদ ধর্ম বিষয়ক সম্পাদক যুক্তরাজ্য বিএনপি, ফখরুল ইসলাম বাদল সাবেক সভাপতি ইষ্ট লন্ডন বিএনপি, সৈয়দ শামীম আহমেদ সহ বানিজ্য বিষয়ক সম্পাদক যুক্তরাজ্য বিএনপি, শেখ এস এম লিটন সাবেক সাধারণ সম্পাদক ইষ্ট লন্ডন বিএনপি, আব্দুল খালিক সাবেক সাধারণ সম্পাদক বার্মিংহাম ওয়েষ্ট মিডল্যান্ড, জয়নাল মিয়া কোরেশী সাবেক সাধারণ সম্পাদক সোয়ানসী বিএনপি, ইকবাল হোসেন সমন্বয়ক জাসাস ইউরোপ, আব্দুর রব সাবেক সহ সভাপতি লন্ডন মহানগর বিএনপি, আওলাদ হুসেন সাংগঠনিক সম্পাদক যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দল ও সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বার্মিংহাম ওয়েষ্ট মিডল্যান্ড বিএনপি,

জালাল উদ্দিন আহমেদ সাবেক সহ সভাপতি বার্মিংহাম ওয়েষ্ট মিডল্যান্ড বিএনপি এনামুল হক লিটন, সাবেক যুবদল নেতা মুজিবুর চৌধুরী সাবেক সাংগঠনিক সম্পাদক বার্মিংহাম ওয়েষ্ট মিডল্যান্ড বিএনপি আব্দুল কবির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক বার্মিংহাম ওয়েস্ট মিডল্যান্ড বিএনপি রফিকুর রহমান রফু, আহবায়ক বার্মিংহাম ওয়েস্ট মিডল্যান্ড স্বেচ্ছাসেবক দল আমিনুর রশীদ চৌধুরী, আব্দুল মতিন লাকি, বাবর চৌধুরী, সাবেক সদস্য কেন্দ্রীয় যুবদল সৈয়দ লায়েক মোস্তফা সাবেক সাংগঠনিক সম্পাদক যুক্তরাজ্য যুবদল লুবেক আহমেদ স্বনির্ভর বিষয়ক সম্পাদক যুক্তরাজ্য বিএনপি সাজু আহমেদ,

বার্মিংহাম ওয়েষ্ট মিডল্যান্ড নেতা কয়সর আলী শাহিন, সভাপতি বার্মিংহাম সিটি যুবদল আলিফ মিয়া, সভাপতি নর্থ ইস্ট স্বেচ্ছাসেবক দল, মোহাম্মদ এমরান, শামীম আহমেদ, সৈয়দ জাবের আহমেদ, শেখ সাদেক আহমেদ, মোহাম্মদ আলী, সাইফুল ইসলাম, গুলাম হুসেন, সৈয়দ মাহমুদ হুসাইন, কিবরিয়া ইসলাম, মোহাম্মদ সোমুজ মিয়া, মুহিতুল করিম, আশরাফুল মাহফুজ, আবু সাঈদ চৌধুরী, সাদেক আহমেদ, শফিকুল ইসলাম, মোহাম্মদ নাসির উদ্দিন, ফিরোজ মিয়া, আব্দুল মতিন, মোহাম্মদ মুজিবুর রহমান, জামাল খালেদ, গিয়াস উদ্দিন আহমেদ, মোহাম্মদ এম, আকলাকুর রহমান, মুন্নাহ হুসাইন, শাজ্জাদ উল্লাহ, জাহাঙ্গীর আলম, সালেহ আহমেদ মজুমদার, কামাল উদ্দিন, সৈয়দ হুমায়ুন রশিদ, ব্যারিস্টার মওদুদ আহমদ খাঁন, তাহের রায়হান চৌধুরী পাভেল, জাকির হোসেন প্রমুখ।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র কেন্দ্রীয় সদস্য ও যুক্তরাজ্য বিএনপি’র সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ এর সফর সঙ্গী ।

যুক্তরাজ্য বিএনপির সংবর্ধিত অতিথিসহ অন্যান্য অতিথিরা অনুষ্ঠান স্থলে পৌঁছলে ফুল দিয়ে বরণ করা হয়।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102