বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ০১:০৫ পূর্বাহ্ন

জাসাস সিলেট বিভাগের প্রস্তুতি সভা অনুষ্টিত

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ৭৬ এই পর্যন্ত দেখেছেন

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস সিলেট বিভাগের মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য একটি প্রস্তুতি সভার আয়োজন করা হয়।

সিলেট জেলা জাসাসের আহবায়ক অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদারের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাসাসের সদস্য সৈয়দ আশরাফুল মজিদ খোকন।

শুক্রবার বিকেলে  প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাসাসের সদস্য শিহাব খান। প্রধান অতিথি সৈয়দ আশরাফুল মজিদ খোকন তার বক্তব্যে বিগত আন্দোলনের যারা শহীদ হয়েছেন তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তাদের রুহের মাগফেরাত কামনা করেন এবং এখনো যারা আন্দোলনে আহত হয়ে হাসপাতালে আছেন তাদের সুস্থতা কামনা করেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন পতিত ফ্যাসিস্ট সরকার আমাদের দেশে শুধু রাজনৈতিক আধিপত্য নয় সাংস্কৃতিক আধিপত্য ও সাংস্কৃতিক আগ্রাসনের মধ্যে আমাদের রেখেছিল। তারা এদেশের চিরচারিত কৃষ্টি কালচার পরিবর্তন করতে চেয়েছিল এবং বিদেশী অপসংস্কৃতিকে এখানে স্থায়িত্ব দিতে চেয়েছিল। আমাদের পূর্বপুরুষ আমাদের দাদা-দাদী নানা-নানী এবং তাদের অভ্যাস তাদের খাওয়া দাওয়া তাদের পোশাক পরিচ্ছেদ সমস্ত কিছু মিলে আমাদের সংস্কৃতি।

এখানকার পদ্মা মেঘনা যমুনা সুরমা কুশিয়ারা থেকে উচ্চারিত যে সংগীত যে সংস্কৃতি সেটাই আমাদের নিজস্ব সংস্কৃতি। এই নিজস্বতার মধ্য দিয়ে গড়ে ওঠার সংস্কৃতিক ধারাকে বদলে কেউ বিভ্রান্ত ছড়িয়ে ভাঙতে পারে নাই এবং এর উপরেই আমাদের সার্বভৌমত্ব আমাদের স্বাধীনতা দাঁড়িয়ে থাকবে। আর এর প্রতীক হচ্ছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমান।

প্রধান অতিথি আরো বলেন দেশ ও জাতির প্রয়োজনে আমাদের সংস্কৃতিকে বিদেশে ছড়িয়ে দিতে হবে। নতুন প্রজন্মের কাছে দেশীয় সংস্কৃতি তুলে ধরতে হবে, যাতে তারা বিদেশী সংস্কৃতির আগ্রাসনের শিকার না হয়।

জাসাসের নেতৃত্বকে বিভাগীয় বা জেলা শহরে নয় , দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান ক্ষুদে শিল্পীদেরও খুঁজে বের করে আনতে হবে। একটি দেশের ভাবমূর্তি ও পরিচয় ফুটে উঠে তার কৃষ্টি ও সংস্কৃতির ওপর। আমাদের সংস্কৃতিকে হারিয়ে যেতে দেয়া যাবে না।

তিনি আগামী ১৯ অক্টোবর রোজ শনিবার সিলেট বিভাগীয় মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানটি সফল করার জন্য জাসাসের সকল নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সিলেট মহানগর জাসাসের সদস্য সচিব রাসেল আহমদ, হবিগঞ্জ জেলা জাসাসের আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী, মৌলভীবাজার জেলা জাসাসের আহবায়ক শামসুল ইসলাম রাসেল, সুনামগঞ্জ জেলা জাসাসের আহ্বায়ক অধ্যক্ষ শেরগুল আহমেদ প্রমূখ।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102