সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ সভাপতি তানভির চৌধুরীকে ছাতক থেকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় ছাতক শহরের পশ্চিম বাজারস্থ তাঁর ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। তানভীর চৌধুরী ছাতক পৌর শহরের বাগবাড়ি এলাকার বাসিন্দা মৃত হাজী তেরা মিয়া চৌধুরীর পুত্র। সদর থানায় দায়ের করা একটি নাশকতা মামলায় তাকে গ্রেফতার করা হয়।
ছাতক থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান জানান, সুনামগঞ্জ সদর থানার একটি নাশকতা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।