বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রিকগনেশন অফ বাংলা এ্যাজ এন অফিসিয়াল ল্যাংগুয়েজ অফ দ্যা ইউনাইটেড নেশনস-এর কনফারেন্সে অনুষ্ঠিত মনোয়ারুল ইসলাম সভাপতি ও মমিনুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হাকিকুল ইসলাম খোকন সভাপতি ও হেলাল মাহমুদ সাধারণ সম্পাদক পূণঃ নির্বাচিত সাংবাদিক তমাল ফেরদৌস দুলাল স্মরণে সভা অনুষ্ঠিত এস এ পরিবহন থেকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ আটক ১ রবি’র ব্র‍্যান্ড অ্যাম্বাসেডর হলেন ফুটবলার হামজা চৌধুরী পঞ্চগড়ে হিমেল হাওয়ায় শীতের পুর্বাভাস পঞ্চগড়ের নতুন জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান ছাত্রকে বলাৎকারের দায়ে মাদ্রাসার শিক্ষক গ্রেফতার যুক্তরাজ্যে ঢাকাদক্ষিণ ভিলেজ কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

অলিম্পিক ফুটবলে প্রথম পদক জয় মরক্কোর

স্পোর্টস ডেস্ক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪
  • ১০৪ এই পর্যন্ত দেখেছেন

কাতার বিশ্বকাপে দুর্দান্ত ফুটবল খেলেছিল মরক্কো। কোয়ার্টার ফাইনালে পর্তুগালকে হারিয়ে প্রথমবার শেষ চারের টিকিট পেয়েছিল তারা। ফাইনাল ওঠতে না পারলেও চতুর্থস্থানে থেকে আসর থেকে বিদায় নিয়েছিল দলটি।

এবার বিশ্বমঞ্চের মতো প্যারিস অলিম্পিকেও চমক দেখিয়েছে তারা। মিশরকে ৬-০ গোল ব্যবধানে উড়িয়ে ব্রোঞ্জপদক জিতেছে মরক্কো। এদিন জোড়া গোল করেন সুফিয়ান হাকিমি। ৮ গোল করে এবারের আসরের সর্বোচ্চ গোলদাতা তিনি। এ ছাড়া মরক্কোর হয়ে আবদে এজ্জালজৌলি,  আশরাফ হাকিমি, বিলাল এল খান্নুউস ও আকরাম নাকাচ একটি করে গোল করেন।

ম্যাচের প্রথমার্ধেই জোড়া গোল হজম করে মিশর। ম্যাচের ২৩তম মিনিটে আবদে এজ্জালজৌলি এবং ২৬তম মিনিটে সুফিয়ান হাকিমি দলকে এগিয়ে দেন।

বিরতি থেকে ফিরে আরও ৪ গোল হজম করে মিশর। ম্যাচের ৫১তম মিনিটে বিলাল, ৬৪তম মিনিটে সুফিয়ান, ৭৩তম মিনিটে আকরাম এবং ৮৭তম মিনিটে ষষ্ঠ গোলটি করেন হাকিমি।

এদিকে সোনা জয়ের লড়াইয়ে শুক্রবার (৯ আগস্ট) বাংলাদেশ সময় রাত ১০টায় ফ্রান্সের মুখোমুখি হবে স্পেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102