

বদলি খেলোয়াড় মিকেল ওয়ারজাবালের শেষ মুহূর্তের নাটকীয় গোলে ইংল্যান্ডকে হারিয়ে রেকর্ড চতুর্থবার ইউরোর শিরোপা জিতেছে স্পেন।
রবিবার (১৪ জুলাই) জার্মানির বার্লিনে ইংলিশদের ২-১ গোলে হারায় স্প্যানিশরা। স্পেনের হয়ে গোল করেন নিকো উইলিয়ামস ও মিকেল অরিজাবাল। অন্যদিকে ইংল্যান্ডের হয়ে একমাত্র গোলটি করেন কোলে পালমার।
এদিকে এবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে মোট ৩৩১ মিলিয়ন ইউরো (বাংলা টাকায় প্রায় ৪ হাজার ২০০ কোটি টাকা) বাজেট ছিল। অংশগ্রহণ ও ম্যাচ জয় ফি ছাড়াও প্রতিটি ধাপের জন্য আলাদা টাকাও বরাদ্দ ছিল।
এবারের আসরে বিজয়ী দল স্পেনের অ্যাকাউন্টে ট্রফি জয় বাবদই ২০ কোটি ৮২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৩২ কোটি টাকা) ঢুকেছে। অন্যদিকে রানার্সআপ ইংল্যান্ড ২ কোটি ৪২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৮৫ কোটি টাকা পাচ্ছে।
এ ছাড়া সেমিফাইনালে ওঠার জন্য দলগুলো ৪ মিলিয়ন করে পেয়েছে। আর ২ দশমিক ৫ মিলিয়ন ইউরো করে ঘরে বোনাস ঘরে তুলেছে আসরের কোয়ার্টার ফাইনালিস্টরা। শেষ ষোলোতে ওঠায় ১ দশমিক ৫ মিলিয়ন ইউরো করেও দলগুলো পেয়েছে।
নিউজ /এমএসএম