শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :

দেশের প্রায় ৯৮ লাখ কৃষক নগদ সহায়তা পাবেন: প্রধানমন্ত্রী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ৮ মে, ২০২১
  • ৪২২ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার:করোনাভাইরাসসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দেশের প্রায় ৯৮ লাখ কৃষক পাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নগদ সহায়তা। আজ রবিবার থেকে মোবাইল ব্যাংকিং সার্ভিসের মাধ্যমে তাদের টাকা পাঠানো শুরু হবে। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোবাইল ফোনের জিটুপি (সরকার থেকে ব্যক্তি) মাধ্যমে কৃষকদের নগদ সহায়তা বিতরণ কার্যক্রম ভার্চুয়ালি উদ্বোধন করবেন। উদ্বোধনের তিন দিনের মধ্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের ২ হাজার ৫০০ টাকা কওে দেয়া হবে। এতে ব্যয় হবে প্রায় ২৫ কোটি টাকা।জানা গেছে, দেশের ৬ জেলায় বজ্রপাত ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষডুগ্রস্ত ৯৭ হাজার ৫৯৫ জন কৃষককে আড়াই হাজার টাকা করে নগদ সহায়তা দেবে সরকার। গত ১ এপ্রিল গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা এবং গাইবান্ধা জেলায় বজ্রপাতে ৯৭ হাজার ৫৯৫ কৃষকের ফসল ক্ষতিগ্রস্ত হয়। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, করোনভাইরাস এবং বজ্রপাতে ক্ষডুগ্রস্ত হওয়ার পরিপ্রেক্ষিতে সরকার এই অর্থ হস্তান্তর করবে, যা ওই জেলার অর্থনৈতিক উন্নতিও করবে। মোবাইল ওয়ালেট সার্ভিস বিকাশ, নগদ ও রকেটের মাধ্যমে ক্ষতিগ্রস্ত কৃষকদের নগদ সহায়তা দেয়া হবে। এর আগে গত ২ মে থেকে করোনা মহামারিতে ক্ষতিগ্রস্ত ৩৫ লাখ নিম্নআয়ের পরিবারকে ২ হাজার ৫০০ টাকা করে মোট ৮৮০ কোটি টাকার আর্থিক সহায়তা দেয়া হয়। এই ৩৫ লাখ পরিবারকে ইএফটির মাধ্যমে নির্দিষ্ট মোবাইল ব্যাংকিং অথবা ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি অর্থ সহায়তা পাঠানো হয়।জানা গেছে, করোনাভাইরাসের কারণে দেশের স্বল্প আয়ের মানুষ সবচেয়ে বেশি চাপের মুখে রয়েছেন।অনেকে কাজ হারিয়ে বেকার হয়ে পড়ছেন। বাড়ছে দারিদ্র্য মানুষের সংখ্যা। এছাড়া মহামারি করোনা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে দেশের প্রায় লক্ষাধিক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের ফসল নষ্ট হয়ে গেছে।এ বাস্তবতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের নগদ সহায়তা দেয়ার উদ্যোগ নিয়েছেন। এর আগে গত বছর প্রথম দফায় দেশের ৫০ লাখ পরিবারকে নগদ সহায়তা দেয়ার কার্যক্রম শুরু হয়।কিন্তু বিভিন্ন অনিয়ম, তালিকা নিয়ে ইউপি চেয়ারম্যানদের দুর্নীতিসহ বিভিন্ন কারণে ৩৫ লাখ পরিবারকে সহায়তা দেয়া সম্ভব হয়েছিল। এবারও ক্ষতিগ্রস্তদের সহায়তা দেয়া হবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102