

মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাঈল হোসেনকে বদলি করা হয়েছে তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক তৌহিদুজ্জামান পাভেল।
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সম্প্রতি জারি করা প্রজ্ঞাপনে এ দায়িত্ব পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিদায়ী জেলা প্রশাসক মো. ইসরাঈল হোসেন দায়িত্ব পালনকালে জেলার উন্নয়ন কর্মকাণ্ড, সামাজিক উদ্যোগ এবং প্রশাসনিক কার্যক্রমে দক্ষ নেতৃত্ব প্রদানের জন্য সুনাম অর্জন করেন।
নবনিযুক্ত জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল এর আগে দুদকের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি একজন দক্ষ ও সৎ প্রশাসক হিসেবে পরিচিত। আগামী কয়েক দিনের মধ্যেই তিনি মৌলভীবাজারের জেলা প্রশাসকের দায়িত্ব গ্রহণ করবেন বলে জানা গেছে।
স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে বিদায়ী জেলা প্রশাসককে নিয়ে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়েছে। তাঁর বিদায়ের সময় সহকর্মী কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় প্রতিনিধি এবং সাংবাদিকরা কৃতজ্ঞতা ও শুভকামনা জানিয়েছেন।
সূত্র: জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন