শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজারে নতুন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল সনাতন-দীননাথ যুব ও সমাজকল্যাণ সংস্থা নিবন্ধিত পঞ্চগড়ে এমপাওয়ার্ড লিভিং শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত সম্প্রীতি সুরক্ষায় সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য- আফতাব চৌধুরী নতুন নিয়মে পরীক্ষা শুরু হতে পারে জানুয়ারিতে জালালাবাদ প্রদেশ ঘোষণার দাবিতে মৌলভীবাজারে গণস্বাক্ষর অনুষ্ঠিত রিকগনেশন অফ বাংলা এ্যাজ এন অফিসিয়াল ল্যাংগুয়েজ অফ দ্যা ইউনাইটেড নেশনস-এর কনফারেন্সে অনুষ্ঠিত মনোয়ারুল ইসলাম সভাপতি ও মমিনুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হাকিকুল ইসলাম খোকন সভাপতি ও হেলাল মাহমুদ সাধারণ সম্পাদক পূণঃ নির্বাচিত সাংবাদিক তমাল ফেরদৌস দুলাল স্মরণে সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে নতুন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল

মোঃ শাহজাহান মিয়া
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ৪ এই পর্যন্ত দেখেছেন

মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাঈল হোসেনকে বদলি করা হয়েছে তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক তৌহিদুজ্জামান পাভেল।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সম্প্রতি জারি করা প্রজ্ঞাপনে এ দায়িত্ব পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিদায়ী জেলা প্রশাসক মো. ইসরাঈল হোসেন দায়িত্ব পালনকালে জেলার উন্নয়ন কর্মকাণ্ড, সামাজিক উদ্যোগ এবং প্রশাসনিক কার্যক্রমে দক্ষ নেতৃত্ব প্রদানের জন্য সুনাম অর্জন করেন।

নবনিযুক্ত জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল এর আগে দুদকের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি একজন দক্ষ ও সৎ প্রশাসক হিসেবে পরিচিত। আগামী কয়েক দিনের মধ্যেই তিনি মৌলভীবাজারের জেলা প্রশাসকের দায়িত্ব গ্রহণ করবেন বলে জানা গেছে।

স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে বিদায়ী জেলা প্রশাসককে নিয়ে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়েছে। তাঁর বিদায়ের সময় সহকর্মী কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় প্রতিনিধি এবং সাংবাদিকরা কৃতজ্ঞতা ও শুভকামনা জানিয়েছেন।

সূত্র: জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102