শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :

মৌলভীবাজারে চীফ লিগ্যাল এইড অফিসার পদে লায়লা মেহের বানু

মোঃ কাওছার ইকবাল, শ্রীমঙ্গল(মৌলভীবাজার)
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ১৭ এই পর্যন্ত দেখেছেন

মৌলভীবাজারে চীফ লিগ্যাল এইড অফিসার হিসেবে যোগদান করেছেন লায়লা মেহের বানু(যুগ্ম জেলা জজ)।

নব নিযুক্ত চীফ লিগ্যাল অফিসারকে ফুল দিয়ে বরণ করে নেন জেলা ও দায়রা জজ মুহাম্মদ রবিউল আউয়াল এবং জেলা লিগ্যাল এইড অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

উল্লেখ্য, লিগ্যাল এইড অফিসের মাধ্যমে অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য সরকারি খরচে আইনি সহায়তা এবং পরামর্শ প্রদান করা। এই সংস্থাটি বিশেষ করে নারী, শিশু এবং আর্থিক সহায়তাহীন ব্যক্তিদের আইনি অধিকার প্রতিষ্ঠায় বিনা মূল্যে সাহায্য করে থাকে।

লিগ্যাল এইড অফিসের প্রধান কাজ হলো, আইনি পরামর্শ প্রদান: যারা আইনি সহায়তা পেতে পারেন না, তাদের বিনামূল্যে আইনি পরামর্শ দেওয়া হয়। বিকল্প বিরোধ নিষ্পত্তি: মামলা মোকদ্দমার বাইরে বিকল্প উপায়ে বিরোধ নিষ্পত্তির জন্য সালিশি সেবার ব্যবস্থা করা। মামলা পরিচালনা: দরিদ্র ও অসচ্ছলদের পক্ষে মামলা পরিচালনা করা এবং প্রয়োজনীয় আইনি সহায়তা প্রদান করা(আইনজীবী নিয়োগ)। আইনি সহায়তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি: সাধারণ মানুষকে তাদের আইনি অধিকার সম্পর্কে সচেতন করা এবং লিগ্যাল এইড সেবার সুবিধা সম্পর্কে জানানো।প্রয়োগ ও সমন্বয়: জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে লিগ্যাল এইড কমিটি গঠন ও সমন্বয়ের মাধ্যমে সেবা নিশ্চিত করা। তথ্য ও সহযোগিতা: যারা আইনি সহায়তা চান, তাদের আবেদন ফরম পূরণে এবং প্রয়োজনীয় তথ্য পেতে সহায়তা করা।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102