

বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আব্দুল হান্নান এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের পক্ষ থেকে শোক প্রকাশ করেছেন নেতৃবৃন্দ।
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কনভেনর সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর, কো-কনভেনর মসুদ আহমদ, সদস্য সচিব ড. মুজিবুর রহমান ও ট্রেজারার এম আসরাফ মিয়া সহ সংগঠন এর কেন্দ্রীয় ও রিজিওনাল এবং শাখা কমিটির নেতৃবৃন্দ একযুক্ত বিবৃতিতে
আই নিউজের সম্পাদক বিটিভি মৌলভীবাজার জেলা প্রতিনিধি হাসানাত কামালের পিতা মৌলভীবাজার জেলার কৃতিময় পুরুষ বিশিষ্ট আলেমে দ্বীন, উস্তাদুল উলামা, ঈমাম ও খতীব মাওলানা আব্দুল হান্নান এর মৃত্যুতে গভীর শোক ও শোকাবহ পরিবারবর্গ এর প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
মহাণ আল্লাহু রাব্বুল আলামিন যেনো ক্বুরআন ও হাদিসের খাদেম এবং শতশত আলেমদের উস্তাদের উস্তাদকে জান্নাতবাসী করেন এই দোয়া করার জন্য সবার প্রতি বিনীতভাবে অনুরুধ জানিয়েছেন তারা।
শোকবার্তায় গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কনভেনর ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর বলেন, সিলেট বিভাগের গর্ব আমাদের মৌলভীবাজার জেলার কৃতিময় পুরুষ মাওলানা আবদুল হান্নান ছিলেন ক্বুরআন ও হাদিসের খাদেম এবং শতশত আলেমদের উস্তাদের উস্তাদ এবং একজন উচ্চ শিক্ষিত আলেম। যিনি উচ্চ শিক্ষা নিয়েও এলাকার মানুষকে আলোকিত করতে নিজ গ্রামে সারাটি জীবন কাটিয়ে দিয়েছেন। জীবনে হাজারো ছাত্রকে শিক্ষা দিয়েছেন। গ্রামের পিছিয়ে পড়া মানুষকে আলোকিত করেছেন। এরকম একজন ক্ষণজন্মা ভালো মানুষ আমাদের এলাকায় অনন্য উদাহরণ হয়ে থাকবেন।
গত শনিবার (৮ নভেম্বর) দুপুর ২টায় বিশিষ্ট আলেমে দ্বীন, উস্তাদুল উলামা মাওলানা আব্দুল হান্নান (৮০) মৌলভীবাজার সদর উপজেলার আথানগিরি (মাঝপাড়া) নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন।ঐদিন রাত ৮টায় আথানগিরি স্কুল মাঠে হাজারো মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় মরহুমের নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ হাজারো ছাত্র ও গুণগ্রাহী রেখে গেছেন।