শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম :

বিশেষ ফ্লাইটে আসা যাত্রীদের যেসব নির্দেশনা মানতে হবে

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ২৪ এপ্রিল, ২০২১
  • ১৯৮ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার:করোনার মধ্যে বিশেষ ফ্লাইটে দেশে আসা যাত্রীদের কোয়ারেন্টিনের বিষয়ে বেশ কিছু নির্দেশনা দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। শনিবার এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে। নির্দেশনাগুলো হলো -যারা দেশের বাইরে যাবেন বা বিদেশ থেকে আসবেন, তাদের বাধ্যতামূলকভাবে পিসিআর পদ্ধতিতে পরীক্ষা করিয়ে করোনা নেগেটিভ সার্টিফিকেট থাকতে হবে। ফ্লাইট ছাড়ার ৭২ ঘণ্টা আগে এই পরীক্ষা করতে হবে।যারা দেশে ফিরবেন এবং যারা এরই মধ্যে ২ ডোজ করোনা টিকা নিয়েছেন, যাদের পিসিআর পদ্ধতিতে পরীক্ষার পর করোনা নেগেটিভ সার্টিফিকেট রয়েছে এবং টিকা দেওয়ার প্রমাণপত্র রয়েছে তাদের ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকতে হবে। স্থানীয় প্রশাসন তাদের কোয়ারেন্টিন নিশ্চিত করবেন।যারা বিদেশ থেকে পিসিআর পদ্ধতিতে করোনা পরীক্ষার নেগেটিভ সার্টিফিকেট নিয়ে দেশে আসবেন এবং এরই মধ্যে প্রথম ডোজ টিকা নিয়েছেন কিংবা যারা নেননি তাদের সরকার নির্ধারিত কেন্দ্রে বা হোটেলে নিজ খরচে বাধ্যতামূলকভাবে ৩ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে।তিন দিনের এই কোয়ারেন্টিন শেষে পিসিআর পদ্ধতিতে করোনা পরীক্ষার জন্য যাত্রীর নমুনা সংগ্রহ করা হবে। এতে নেগেটিভ এলে তাকে ১১ দিনের হোম কোয়ারেন্টিনের জন্য ছাড়া হবে, যা স্থানীয় প্রশাসন নিশ্চিত করবে।পরীক্ষায় পজেটিভ এলে যাত্রীকে যেখানে সরকার নির্ধারণ করে দিয়েছে, এমন কোথাও নিজ খরচে আইসোলেশনে থাকতে হবে।যেসব যাত্রী দুই ডোজ করোনার ভ্যাকসিন নিয়েছেন এবং যাদের পিসিআর পদ্ধতিতে পরীক্ষা করানোর পর করোনা নেগেটিভ সার্টিফিকেট রয়েছে ও টিকা দেওয়ার প্রমাণপত্র রয়েছে, তাদের বিষয়ে এয়ারলাইন্স নিশ্চিত হয়েই শুধু বোর্ডিং পাস ইস্যু করবে।অন্যাদিকে, যেসব যাত্রী পিসিআর পদ্ধতিতে পরীক্ষা করানোর পর করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে এসেছেন এবং এরই মধ্যে প্রথম ডোজ টিকা নিয়েছেন কিংবা যারা এখনো টিকা নেননি, তাদের জন্য সরকার নির্ধারিত প্রাতিষ্ঠানিক সুবিধা সম্পন্ন প্রতিষ্ঠানে আসন রয়েছে কি না বা ওই যাত্রীদের প্রতিষ্ঠানিক কোয়ারেন্টিন নিশ্চিতের জন্য হোটেলে থাকার রিজার্ভেশনের প্রমাণপত্র রয়েছে কি না সেগুলোও এয়ারলাইন্স নিশ্চিত করবে।প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন নিশ্চিতে সরকার নির্ধারিত প্রতিষ্ঠানগুলোতে আসন না থাকলে, যাত্রীরা ফ্লাইটেই থাকবেন যতক্ষণ পর্যন্ত না তাদের হোটেল রিজার্ভেশন নিশ্চিত করা করা হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102